দলিত কিশোরীকে পাঁচ বছর ধরে যৌন নির্যাতন! অভিযুক্ত ৬৪ জন, গ্রেফতার ১০

তিরুবনন্তপুরম: পাঁচ বছর ধরে ৬৪ জন মিলে লাগাতার যৌন নির্যাতন৷ দলিত তরুণীর অভিযোগে উত্তাল কেরল। কিন্তু তিনি কাউকে একথা বলতে পারেননি। কিন্তু কাউন্সিলিংয়ের সময় ভেঙে…

Dalit Girl Sexual Abuse Kerala

তিরুবনন্তপুরম: পাঁচ বছর ধরে ৬৪ জন মিলে লাগাতার যৌন নির্যাতন৷ দলিত তরুণীর অভিযোগে উত্তাল কেরল। কিন্তু তিনি কাউকে একথা বলতে পারেননি। কিন্তু কাউন্সিলিংয়ের সময় ভেঙে পড়েন তিনি। তখনই উঠে আসে ভয়াবহ অত্যাচারের কাহিনী। (Dalit Girl Sexual Abuse Kerala)

CWC-র অভিযোগের ভিত্তিতে মামলা Dalit Girl Sexual Abuse Kerala

পাথানামথিট্টা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। মেয়েটি কাউন্সেলিং সেশনে তাঁর অভিজ্ঞতা প্রকাশ করার পর এই ঘটনা সামনে আসে।

   

‘মহিলা সমক্যা’ নামে একটি এনজিও রুটিন কাউন্সেলিংয়ের কাজ করা করছিল। সদস্যরা ওই মেয়েটির বাড়িতেও রুটিন ফিল্ড ভিজিটের জন্য যান৷ সেই সময়ই এই ঘটনার কথা জানতে পারেন। মেয়েটি তার পাঁচ বছরের অভিজ্ঞতা বর্ণনা করার পর, এনজিও-র সদস্যরা পাথানামথিট্টা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে জানায়। CWC মেয়েটির কাউন্সেলিং-এর ব্যবস্থা করেন৷ মনোবিজ্ঞানীর সামনে তাঁর উপর হওয়া অত্যাচারের কথা প্রকাশ করে।

মাত্র ১৩ বছর বয়সে নির্যাতন Dalit Girl Sexual Abuse Kerala

মেয়েটি জানায়, তার এক প্রতিবেশী তাকে প্রথম পর্নোগ্রাফি দেখায়৷ সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। এখন তার বয়স ১৮। ওই মেয়েটি আরও জানান, তিনি স্কুলে স্পোর্টসে অ্যাক্টিভ। বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত৷ সেই সূত্রেও একাধিক বার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে। এমনকী তাঁর আপত্তিকর ভিডিও রেকর্ড করেও ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই তিনি ট্রমায় চলে যান।

এখন পর্যন্ত ১০ জনেরও বেশি লোককে হেফাজতে নিয়েছে পুলিশ। মেয়েটির স্বাস্থ্যরক্ষায় যথাযথ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পাথানামথিট্টা জেলার ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন এন রাজীব৷ তিনি বলেন, বলেন, ‘‘এই মামলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস এইট থেকে একজন যৌন নির্যাতনের শিকার৷ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’’