২১শে জুলাইয়ের আগেই ৪ শতাংশ DA বাড়াল সরকার, উপকৃত হবেন লাখ লাখ কর্মী

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কর্মীদের ডিএ (DA) বাড়ালো সরকার। এই মহার্ঘ্য ভাতা কবে বাড়বে, সেদিকে পাখির নজর ছিল লাখ লাখ সরকারি কর্মীদের। তবে এবার সকলের…

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কর্মীদের ডিএ (DA) বাড়ালো সরকার। এই মহার্ঘ্য ভাতা কবে বাড়বে, সেদিকে পাখির নজর ছিল লাখ লাখ সরকারি কর্মীদের। তবে এবার সকলের এই অপেক্ষার অবসান ঘটল বৈকি।

আদতে মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের ডিএ বাড়ল এবার। সপ্তম বেতন স্কেলে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের প্রদেয় মহার্ঘ ভাতার হার ২০২৪ সালের ১ জুলাই থেকে ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ডিএ দাঁড়ালো ৪৬ শতাংশে। রাজ্য সরকারে ডেপুটেশনে কর্মরত সরকারি কর্মচারী, সরকারি আন্ডারটেকিং, কর্পোরেশন, বোর্ড এবং অনুদানপ্রাপ্ত সংস্থাগুলির চতুর্থ ও পঞ্চম বেতন স্কেলে আনুপাতিক হারে মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

   

একই সঙ্গে রাজ্যের পেনশনভোগীদের প্রদেয় মহার্ঘ ত্রাণ বাড়ানোর জন্য সরকারের কাছ থেকে সম্মতি পাওয়ার পরে অর্থ বিভাগকে আদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার মধ্য প্রদেশে মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেন, সমবায় ঋণ প্রতিষ্ঠান থেকে কৃষকদের পাওয়া ঋণ পূরণের জন্য সরকার এক মাস সময় বাড়িয়েছে।

রাজ্য সমবায় ঋণ প্রতিষ্ঠানগুলি থেকে কৃষকদের এক বছরের জন্য শূন্য শতাংশে ঋণ দেওয়া হয়। যখন এটি বিলম্বিত ছিল, তখন কৃষকদের ঋণ নেওয়ার দক্ষতা হারিয়ে ফেলেছিল। তাই ঋণের পরিমাণ এক মাস বাড়িয়েছে সরকার। এটি সরকারের উপর ১০ কোটি টাকার অতিরিক্ত বোঝা যে চাপবে তা বলাই বাহুল্য।