HomeBharatদুর্গাপুজোর আগেই ৪ শতাংশ DA বাড়াল রাজ্য সরকার, উপকৃত হবেন ৯ লক্ষেরও...

দুর্গাপুজোর আগেই ৪ শতাংশ DA বাড়াল রাজ্য সরকার, উপকৃত হবেন ৯ লক্ষেরও বেশি কর্মী

- Advertisement -

দুর্গাপুজোর আগেই ফের বড় ঘোষণা করল রাজ্য সরকার। জন্মাষ্টমী, দুর্গাপুজোর আগেই রাজ্য সরকার আরও ৪ শতাংশ ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করে সকলকে চমকে দিল। 

দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছিলেন। তবে অবশেষে সকলের সেই ইচ্ছা পূরণ হল। গুজরাট সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে কর্মচারীদের বড় উপহার দিয়েছে। গুজরাট সরকার রাজ্য কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে।

   

এর ফলে উপকৃত হবেন প্রায় ৪.৭১ লক্ষ কর্মচারী এবং ৪.৭৩ লক্ষ পেনশনভোগী। এই বৃদ্ধির বকেয়া হিসাবে সরকার মোট ১১২৯.৫১ কোটি টাকা দেবে। এদিকে কেন্দ্রীয় কর্মচারীরাও ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। সাধারণত জুলাই-ডিসেম্বর সময়কালে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা সেপ্টেম্বর-অক্টোবর মাসে ঘোষণা করা হলেও তার প্রভাব জুলাই মাস থেকেই কার্যকর হয়। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৫০ শতাংশ। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হয়েছেন প্রায় ৪.৭১ লক্ষ কর্মচারী। 

২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিন কিস্তিতে ছয় মাসের বকেয়া ডিএ পাবেন কর্মীরা। প্রথম কিস্তি জুলাই মাসের বেতনের সাথে, দ্বিতীয় কিস্তি আগস্টের বেতন সহ এবং তৃতীয় কিস্তি সেপ্টেম্বরের বেতন সহ দেওয়া হবে। কর্মচারী সংস্থাগুলি এই ডিএ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে এবং কর্মচারীদের স্বার্থে এটি একটি ভাল পদক্ষেপ বলে অভিহিত করেছে। এদিকে অন্যান্য সরকারি কর্মীরাও আশা প্রকাশ করেছেন যে কেন্দ্রীয় সরকারও শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করবে।

কেন্দ্রীয় কর্মচারীরাও ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। সাধারণত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত মহাবৃদ্ধি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ঘোষণা করা হলেও তার প্রভাব কার্যকর হয় জুলাই মাস থেকেই। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৫০ শতাংশ। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular