রথযাত্রার আগেই ৪ শতাংশ DA বাড়িয়ে দিল রাজ্য সরকার, উপকৃত হবেন ৯ লক্ষেরও বেশি কর্মী

রথযাত্রার আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রইল বাম্পার সুখবর। এক ধাক্কায় ফের অনেকটাই বাড়ল মহার্ঘ্য ভাতা (DA)। রাজ্য সরকারি কর্মচারীদের বৃহত্তর স্বার্থে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত…

রথযাত্রার আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রইল বাম্পার সুখবর। এক ধাক্কায় ফের অনেকটাই বাড়ল মহার্ঘ্য ভাতা (DA)। রাজ্য সরকারি কর্মচারীদের বৃহত্তর স্বার্থে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। সপ্তম বেতন কমিশনের সুবিধা গ্রহণকারী রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের মতোই আরও ৪ শতাংশ হারে ডিএ পাবেন।

Advertisements

মহার্ঘ ভাতায় ৪ শতাংশ বৃদ্ধির সুবিধা পাবেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তা ঘোষণা করা হয়েছে। আসলে এই ডিএ বৃদ্ধি হয়েছে গুজরাটের সরকারি কর্মীদের। রাজ্য সরকার, পঞ্চায়েত পরিষেবা এবং অন্যান্যদের মোট ৪.৭১ লক্ষ কর্মযোগী এবং প্রায় ৪.৭৩ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী অর্থাৎ পেনশনভোগীরা এই মহার্ঘ ভাতার সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

১ জানুয়ারি ২০২৪ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত ৬ মাসের মহার্ঘ ভাতার পার্থক্যের অর্থ তিন কিস্তিতে বেতনসহ পরিশোধ করা হবে। জানুয়ারি-২০২৪ ও ফেব্রুয়ারি-২০২৪ মাসের পার্থক্য কর্মচারীদের জুলাই-২০২৪ সালের বেতন, মার্চ ও এপ্রিল-২০২৪ এর পার্থক্যের অর্থ আগস্ট-২০২৪ সালের বেতনের সঙ্গে এবং মে ও জুন-২০২৪ সালের বকেয়া মহার্ঘ ভাতা এবং বেতন কর্মচারীদের পরিশোধ করা হবে।

রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া হিসাবে মোট ১১২৯.৫১ কোটি টাকা দেবে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের এই কর্মচারী বান্ধব এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য অর্থ দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।