বর্ধিত ডিএ (DA Protest) প্রদানের দাবিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারিদের যৌথ সংগ্রামী মঞ্চ ধর্না শুরু করল (Delhi) দিল্লিতে। এদিকে এই মামলার শুনানি মঙ্গলবার হবে সুপ্রিম কোর্টে। চাপে পড়েছে মমতার সরকার।
নয়া দিল্লির যন্তরমন্তরে বকেয়া মহার্ঘ ভাতা, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি রেখেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ।
Advertisements
আন্দোলনকারীদের দাবি টানা ৭৩ দিন কলকাতার ধর্মতলায় ধর্না চললেও রাজ্য সরকারকর্ণপাত করেনি। তাই দিল্লিতে ধর্না বসে প্রতিবাদ চলছে।