Cyclone Fengal: তামিলনাড়ু-পুদুচেরীতে মৃত প্রায় ১০, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

চেন্নাই: ঘূর্ণিঝড় ফেঙ্গালের ঝাপটায় বিধ্বস্ত তামিলনাড়ু ও পুদুচেরী৷ টানা বৃষ্টিপাতে নাভিশ্বাস উঠেছে৷ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি৷ যদিও  শক্তি হারিয়ে এখন অনেকটাই দুর্বল ফেঙ্গাল৷ তবে তামিলনাড়ুর…

Cyclone Fengal impacts tamil nadu

short-samachar

চেন্নাই: ঘূর্ণিঝড় ফেঙ্গালের ঝাপটায় বিধ্বস্ত তামিলনাড়ু ও পুদুচেরী৷ টানা বৃষ্টিপাতে নাভিশ্বাস উঠেছে৷ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি৷ যদিও  শক্তি হারিয়ে এখন অনেকটাই দুর্বল ফেঙ্গাল৷ তবে তামিলনাড়ুর অন্তত ১৫টি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে৷ জারি হয়েছে হলুদ সতর্কতা৷ প্রবল দুর্যোগের মধ্যে এই দুই জায়গায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ (Cyclone Fengal impacts tamil nadu)

   

জলের নীচে একাধিক জায়গা  Cyclone Fengal impacts tamil nadu

গত ৩০ বছরে এত বৃষ্টি দেখেনি পুদুচেরী। জলের নীচে চলে গিয়েছে একাধিক জায়গা। উদ্ধার কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ৷ রেসকিউ অপারেশনে যোগ দিয়েছে ভারতীয় সেনাও৷ অবরুদ্ধ সড়কে আটকে পড়া নাগরিকদের তৎপরতার সঙ্গে উদ্ধার করার চেষ্টা চলছে৷ 

আশ্বাস প্রধানমন্ত্রীর Cyclone Fengal impacts tamil nadu

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে ফোনে কথা বলেন৷ ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল বৃষ্টি ও বন্যা পরিস্থিতি সামাল দিতে সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন৷ 

টুইট রাহুল গান্ধীর

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাইক্লোন ফেঙ্গালের জেরে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘তামিলনাড়ুতে সাইক্লোন ফেঙ্গাল বিপর্যয় ডেকে এনেছে। এই দুর্ঘটনায় যাঁরা নিজের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। যাঁদের বাড়ি ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের জন্যেও আমি উদ্বিগ্ন৷ সকলের জন্য আমি প্রার্থনা জানাই৷’’

Bharat: Cyclone Phengal’s devastation hits Tamil Nadu and Puducherry with heavy rainfall and flooding. Despite weakening, yellow alert issued for 15 districts. At least 10 deaths reported amidst the severe storm.