Cyclone Alert: সাগর থেকে আসছে ঘূর্ণিঝড়, পশ্চিমবঙ্গে আঘাত? কী তার নাম?

নভেম্বর মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি (Cyclone Alert) হতে পারে বলে (BMD) বাংলাদেশ আবহাওয়া বিভাগ আগেই জানিয়েছিল। এবার ভারতের আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড়…

short-samachar

নভেম্বর মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি (Cyclone Alert) হতে পারে বলে (BMD) বাংলাদেশ আবহাওয়া বিভাগ আগেই জানিয়েছিল। এবার ভারতের আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে। চলতি মাসেই হবে এই ঝড়।

   

আইঅমডি জানাচ্ছে বেশিরভাগ ঝড় নির্ধারক মডেলগুলি ৫ নভেম্বরের কাছাকাছি একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড় সঞ্চালনের ইঙ্গিত দিচ্ছে। এবং ৯ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ু উপকূলের দিকে ক্রমশ পশ্চিম দিকে যেতে পারে।

এবার যে ঝড় আসবে তার নাম হবে ‘ফেইনজাল’/ফেঙ্গেল (Fengal) এই নামটি দিয়েছে সৌদি আরব। ইংরাজি বর্ণমালার ২১টি অক্ষর ব্যবহার করে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। এতে QXYZ এই ৫টি অক্ষর বাদ দেওয়া হয়। এক বছরের জন্য পর্যায়ক্রমিকভাবে এই নামগুলো প্রস্তাব করা হয়। যদি কোনো বছর ২১টির বেশি ঘূর্ণিঝড় দেখা দেয় তবে নামগুলোর সঙ্গে গ্রিক বর্ণমালা যুক্ত করে নামকরণ করা হয়।

২০০৪ সালে বঙ্গোপসাগর ও আরব সাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। ২০২০ সালে ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরি হয়। সেই তালিকা থেকেই বর্তমানে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হচ্ছে।