ফের প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা খোয়ালেন একাধিক ব্যক্তি

সাইবার প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা খোয়ালেন একাধিক ব্যক্তি। জানা গিয়েছে, মুম্বইয়ে অন্তত ৮০ জনের সঙ্গে ১ কোটি টাকারও বেশি প্রতারণা করা হয়েছে। প্রতারিতদের…

ফের প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা খোয়ালেন একাধিক ব্যক্তি

সাইবার প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা খোয়ালেন একাধিক ব্যক্তি। জানা গিয়েছে, মুম্বইয়ে অন্তত ৮০ জনের সঙ্গে ১ কোটি টাকারও বেশি প্রতারণা করা হয়েছে।

প্রতারিতদের অধিকাংশের বয়স ৬০-৮০ বছরের মধ্যে। রবিবার পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, প্রতারকরা ভুক্তভোগীদের বলেছে যে তাদের বিদ্যুৎ বিল আপ টু ডেট নয় এবং তাদের অনলাইনে বিল পরিশোধ করতে হবে এবং যদি তারা তা পরিশোধ না করে তবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। পুলিশ জানায়, প্রতারণার ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।

   

এক পুলিশ কর্মকর্তা বলেন, ৭ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে প্রতারণার শিকার হওয়া কয়েকজনের মধ্যে চিকিৎসক, হোটেল ব্যবসায়ী, নৌ কর্মকর্তা, কলেজ পড়ুয়া, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং এমনকি কিছু গৃহকর্মীও রয়েছেন। তদন্তকারী অফিসার জানিয়েছেন, প্রতারকরা এসএমএস করব জানাতো যে, গত মাসের বিদ্যুৎ বিল আপডেট করা হয়নি এবং তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তা এড়াতে অবিলম্বে ‘বিদ্যুৎ কর্মকর্তা’র সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। প্রতারকরা ‘কল সেন্টার’-এর যোগাযোগের নম্বরও উল্লেখ করত।

ওই আধিকারিক বলেন, “প্রতারকরা মেসেজে ‘কল সেন্টার’-এর যোগাযোগের নম্বরও উল্লেখ করেছে। ভুক্তভোগীরা ওই নম্বরে ফোন করলে রাতে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানানো হয়। কোনও ঝামেলা এড়াতে তাদের অনলাইনে অর্থ প্রদানের বিকল্প দেওয়া হয়েছিল। এইভাবে সব মিলিয়ে ৮০ জনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১.০৬ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।

ওই আধিকারিক জানিয়েছেন, প্রতারণার এই ঘটনায় মুম্বইয়ের বিভিন্ন শহরতলির ৪০টি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। নাপিয়ান সি রোডের বাসিন্দা এক মহিলাকে এমন ভুয়ো মেসেজ পাঠানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।