Maoist Attack: পরপর মাওবাদী হামলায় জওয়ান শহিদ, বিপুল বিস্ফোরক উদ্ধার

ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা জেলায় বড় ধরনের হামলা চালাল মাওবাদীরা (Maoist Attack)। মাওবাদীরা জাগরগুন্ডার বেদ্রে এলাকায় এই ঘটনা ঘটিয়েছে। এই হামলায় এক সিআরপিএফ জওয়ান শহিদ হন।…

Maoist With 10 Lakh Bounty Killed in Encounter in Jharkhand’s Chaibasa

ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা জেলায় বড় ধরনের হামলা চালাল মাওবাদীরা (Maoist Attack)। মাওবাদীরা জাগরগুন্ডার বেদ্রে এলাকায় এই ঘটনা ঘটিয়েছে। এই হামলায় এক সিআরপিএফ জওয়ান শহিদ হন। এক জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। এক সপ্তাহের মধ্যে ওই রাজ্যে ৬টি নকশাল হামলার ঘটনা ঘটেছে। ৫০টিরও বেশি আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, পারতাপুর থানা এলাকার সড়ক টোলা গ্রামে সিআরপিএফের ১৬৫ তম ব্যাটালিয়নের একটি দল নকশাল বিরোধী অভিযানে যাওয়ার সময় এই বিস্ফোরণ হয়। সকাল ৭ টা নাগাদ বিএসএফ ও জেলা পুলিশ যৌথভাবে ওই এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

   

অভিযান চলাকালীন সিআরপিএফ দল এবং নকশালদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। চলে প্রবল গোলাগুলি। গুলির লড়াইয়ে সাব-ইনস্পেক্টর সুধাকর রেড্ডি নিহত হন এবং কনস্টেবল রামু গুলিবিদ্ধ হন।এনকাউন্টারের পর রামিকে প্রাথমিক চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এনকাউন্টারের পরে, পুলিশ নিকটবর্তী এলাকা থেকে চার সন্দেহভাজনকে আটক করে এবং সিআরপিএফের কোবরা ইউনিট এবং স্থানীয় পুলিশের একটি দল গোটা এলাকা ঘিরে ফেলে। এবং যৌথভাবে তল্লাশি শুরু করেছে।

Advertisements

এর আগে নারায়ণপুরেও হামলা চালিয়েছিল মাওবাদীরা। ছত্তিশগড় নির্বাচনের ঠিক আগে কাঁকেরেই এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছিল মাওবাদীরা। আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে কাঁকের-নারায়ণপুর সীমান্ত এলাকা এবং গড়চিরোলি (এমএইচ) জেলার ত্রি-জংশনের কাছে মাওবাদীরা তিনজনকে হত্যা করে। নিহতরা সকলেই পাখাঞ্জুরের মোরখান্দি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নির্বাচনের মধ্যেই বিজাপুর জেলায় ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশের তথ্যদাতা সন্দেহে হত্যা করে মাওবাদীরা। ৭ নভেম্বরের নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য তিনি নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করেছিলেন। পুলিশ কর্মকর্তারা মৃত ব্যক্তির নাম মুচাকি লিঙ্গা বলে শনাক্ত করেছেন। পুলিশ জানিয়েছে, মাওবাদীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। বিজাপুর জেলার গালগাম ও নাদপল্লী গ্রামের মাঝখানে রাস্তার ধারে মুচাকির দেহ ফেলে দেয় তারা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মাওবাদীরা লিঙ্গাকে পুলিশের তথ্যদাতা বলে অভিযোগ করেছিল।