ঝাড়খণ্ডে মাওবাদ দমন অভিযানে আইইডি বিস্ফোরণ, শহিদ CRPF জওয়ান

CRPF Jawan Martyred Jharkhand

রাঁচি: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার মাওবাদী উপদ্রুত এলাকায় অভিযান চালানোর সময় আইইডি (IED) বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মৃত্যু হল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) এক জওয়ানের। মৃত জওয়ানের নাম মহেন্দ্র লস্কর (৪৫)। শনিবার সকালে রাউরকেল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে আধিকারিকরা জানিয়েছেন।

Advertisements

মাওবাদী বিরোধী অভিযান

সিআরপিএফ সূত্র অনুযায়ী, শুক্রবার পশ্চিম সিংভূম জেলার জারাকেলা থানা এলাকার বাবুডেরা-সামতা অঞ্চলে মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছিল আধা-সামরিক বাহিনীর একটি দল। সেই সময় একটি প্রেসার ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বিস্ফোরণের শিকার হন হেড কনস্টেবল মহেন্দ্র লস্কর।

   

বিস্ফোরণে গুরুতরভাবে জখম জওয়ানকে দ্রুত উদ্ধার করে রাউরকেল্লার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শনিবার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisements

অসমের বাসিন্দা CRPF Jawan Martyred Jharkhand

শহিদ মহেন্দ্র লস্কর সিআরপিএফের ৬০তম ব্যাটেলিয়নের সদস্য ছিলেন এবং তাঁর বাড়ি ছিল অসমে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মাওবাদীদের পাতা ফাঁদেই এই বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনার পর ওই অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।