Jharkhand: মাওবাদী শিবির গুঁড়িয়ে অভিযান, নিহত ৫ মোস্ট ওয়ান্টেড নেতা

ঝাড়খণ্ডের (Jharkhand) ছাতরার লাওয়ালং থানার নওডিয়া জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী মারা পড়েছে। এদের মধ্যে দুজনের মাথার দাম ২৫ লক্ষ টাকা করে রাখা হয়েছিল।

Maoists Propose One-Month Ceasefire, Seek Centre’s Nod for Peace Talks

ঝাড়খণ্ডের (Jharkhand) ছাতরার লাওয়ালং থানার নওডিয়া জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী মারা পড়েছে। এদের মধ্যে দুজনের মাথার দাম ২৫ লক্ষ টাকা করে রাখা হয়েছিল। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি একে ৪৭, দুটি ইনসাস সহ ছটি রাইফেল এবং প্রচুর গোলাবারুদ।

গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩৪ নম্বর ব্যাটলিয়ন ও কোবরা কমান্ড দল যৌথভাবে এই অভিযান চালিয়ে মাওবাদীদের একটি ডেরা ধ্বংস করে।

   

Advertisements

লাওয়ালং থানার অধীন গ্রাহে বনাঞ্চলে মাওবাদী গোষ্ঠী স্বয়ংক্রিয় অস্ত্র সহ পাঁচ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে ধ্বংস হওয়া মাওবাদীদের ক্যাম্প থেকে আধুনিক অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News