যৌন হেনস্থার পর গর্ভবতীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা

Indian Rail Takes Hardline Stance on Bloggers Sharing False Content
Indian Rail Takes Hardline Stance on Bloggers Sharing False Content

চার মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে ট্রেনে যৌন হেনস্তার (Crime) অভিযোগ উঠল। আত্মরক্ষার্থে চিৎকার করতে গিয়ে তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় দুই দুষ্কৃতী। এই ভয়াবহ ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে, যা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

অন্ধ্রপ্রদেশের চিত্তোরে যাচ্ছিল ট্রেনটি। তিরুপাত্তুরের কাছে থাকার সময় নির্যাতিতা উঠে শৌচাগারে যাচ্ছিলেন। সেই সময়ই দুই দুষ্কৃতী তাকে অনুসরণ করে। তারা মহিলাকে হেনস্তা করতে থাকে। মহিলা চিৎকার করলে, তাকে ট্রেন থেকে বাইরে ছুঁড়ে ফেলা হয়। ট্রেনের বাইরে পড়ে গিয়ে তার হাত ও পা ভেঙে যায়। মাথায়ও আঘাত লাগে।

   

এ ঘটনার (Crime) পর মহিলাকে ভেলোরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর, তবে চিকিৎসকরা আশাবাদী। জোলারপেট্টাই রেলওয়ে পুলিশের পক্ষ থেকে অন্তঃসত্ত্বা মহিলাকে ট্রেনে যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে।এদিকে, এক সন্দেহভাজন ব্যক্তিকে, যার নাম হেমরাজ, আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনার পর তামিলনাড়ু উত্তপ্ত হয়ে উঠেছে। এআইএডিএমকে সাধারণ সম্পাদক, এডাপ্পাডি কে পালানিস্বামী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি রাজ্যের ডিএমকে সরকারকে তোপ দেগে বলেন, “তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা পুরোপুরি বিপন্ন। এখন মহিলারা রাস্তায় চলাফেরা করতে পারেন না, স্কুল, কলেজ, কর্মক্ষেত্রে যেতে পারেন না এবং ট্রেনেও এখন তাদের চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে।”

এ ঘটনা তামিলনাড়ু সরকারের কাছে বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এই ঘটনা সেই বিতর্ককে আরও তীব্র করেছে। মহিলাদের জন্য নিরাপত্তার কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকা বা তাদের সুরক্ষা নিশ্চিত করতে না পারা, এক বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন