দুর্নীতি, অপরাধ বেড়ে গেছে: NDA-কে তুলোধোনা তেজস্বীর

পাটনা: ভোটের আগে সরগরম বিহারের রাজ্য-রাজনীতি। এই আবহে রাজ্য পরিচালনায় শাসকদলের ব্যর্থতা তুলে ধরে NDA-কে তুলোধোনা করলেন বিহারের অন্যতম প্রধান বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শনিবার…

দুর্নীতি, অপরাধ বেড়ে গেছে: NDA-কে তুলোধোনা তেজস্বীর

পাটনা: ভোটের আগে সরগরম বিহারের রাজ্য-রাজনীতি। এই আবহে রাজ্য পরিচালনায় শাসকদলের ব্যর্থতা তুলে ধরে NDA-কে তুলোধোনা করলেন বিহারের অন্যতম প্রধান বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শনিবার আরজেডি নেতা বলেন, “বিহারে দুর্নীতি এবং অপরাধ বেড়ে গিয়েছে। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সেচ প্রতি ক্ষেত্রের বেহাল দশা দৃশ্যমান। সবচেয়ে খারাপ অবস্থা বিহারের মাথা পিছু আয় এবং মাথা পিছু সঞ্চয়ের। চাষিদের রোজগারের তালিকায় বিহারের নাম সবচেয়ে নীচে। এখানে না আছে শিল্প, না ব্যাবসা”।

এর আগে প্রধানমন্ত্রীর মায়ের নামে কু-কথার প্রতিবাদে বিজেপির ডাকা বিহার বন্ধের বিরুদ্ধে কটাক্ষ করেছিলেন তেজস্বী। এক্স-হ্যান্ডেলে তিনি লেখেন, “র‍্যালির মত বিহার বন্ধের জন্যও বিজেপি লোক ভাড়া করতে পারত। যেমনভাবে র‍্যালির জন্য পুলিশের উপর চাপ সৃষ্টি করে, বন্ধের জন্যও পুলিশের উপর চাপ সৃষ্টি করে রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ করতে পারত”।

   

এরপর বিজেপিকে “বিশ্বের সর্ববৃহৎ দল” বলে খোঁচা মেরে তেজস্বী বলেন, “প্রকাশ্যে গুণ্ডামি করা বিশ্বের সর্ববৃহৎ দল হল বিজেপি”। এর আগে বন্ধের মাঝে মহিলাদের ‘বিজেপির গুণ্ডারা’ অপ্রীতিকর আচরণ করেছে বলে তোপ দেগেছিলেন লালু প্রসাদ যাদব এবং তেজস্বী। বর্ষীয়ান আরজেডি নেতা লালু প্রসাদ যাদব এক্স-এ লিখেছিলেন, “সম্মানীয় শিক্ষিকা, ছাত্রী, গর্ভবতী মহিলা, বয়স্কা, বিশেষভাবে সক্ষম মহিলাদের বিজেপির গুণ্ডারা রাস্তাঘাটে অসম্মান করছে, গালিগালাজ করছে”।

Advertisements

তেজস্বী বলেন, “অ্যাম্বুলেন্স থামিয়ে, শহীদদের গাড়ি ভাঙচুর করেছে বিজেপির গুণ্ডারা”। অন্যদিকে শনিবার, ভোটের আগে বিহারে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে রাষ্ট্রীয় জনতা দল-সুপ্রিমো লালু প্রসাদ যাদবদের বিরুদ্ধে তোপ দাগেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা।

তিনি বলেন, “যারা বিহারের মানুষকে পরিযায়ী শ্রমিকে পরিণত হতে বাধ্য করেছে, বর্তমানে তাঁদের অন্তিম সময় এসে গিয়েছে।” এরপরেই লালু প্রসাদ যাদবকে ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করে উপ-মুখ্যমন্ত্রী কটাক্ষ, “ধৃতরাষ্ট্রের মত পুত্রস্নেহে অন্ধ হয়ে বিহারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন। বিহারীরা এসব মেনে নেবে না”।