মহারাষ্ট্রে পদ্ম ঝড়েও দাহানু লাল, টানা ১০ বার জয়ী CPIM!

পদ্ম ঝড়ে কুপোকাৎ ইন্ডিয়া। মহারাষ্ট্রে বিজেপি একাই একশো পার করেছে। তবে এই বিজেপির গতি আটকে টানা দশ বার জয়ী হয়ে গেল CPIM! রাজ্যের লাল দুর্গ…

CPM, Maharashtra

পদ্ম ঝড়ে কুপোকাৎ ইন্ডিয়া। মহারাষ্ট্রে বিজেপি একাই একশো পার করেছে। তবে এই বিজেপির গতি আটকে টানা দশ বার জয়ী হয়ে গেল CPIM! রাজ্যের লাল দুর্গ দাহানু।

বিধানসভা ভোটে পালঘর জেলার দাহানু (ST) বিধানসভা আসনে ঐতিহাসিক জয়লাভ করেছেন বিনোদ নিকোলে। তিনি রেকর্ড 1,04,702 ভোট পান। বিজেপি প্রার্থীকে 5,347 ভোটে পরাজিত করেন।

1978 সাল থেকে শেষ 11টি বিধানসভা নির্বাচনের মধ্যে এটি 10 ​​তম বার যে সিপিআইএম এই আসনে জয়লাভ করেছে। দাহানু কেন্দ্রটি 2009 সালে সীমানা নির্ধারণের আগে জওহর-এসটি আসন নামে পরিচিত। এখানেই বার বার ভিন্ন প্রার্থী দিয়ে প্রতিবারই জিতেছিল সিপিআইএম

Vinod Nikole

সিপিআইএমের মহারাষ্ট্র রাজ্য কমিটি জানিয়েছে, বিধানসভার ফলাফলে বিজেপি নেতৃত্বের এনডিএ ঘূর্ণিঝড় সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাহানু আসনে জয়লাভ করা একটি অসাধারণ কৃতিত্ব আরএসএস-বিজেপির অভূতপূর্ব অর্থশক্তি এবং সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বিশাল বিজয়ের কৃতিত্ব দাহানু এবং তালাসারী তহসিলের জনগণের জয় বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতা অশোক ধাওলে।

Advertisements

CPI(M) এই জয়ের জন্য MVA জোটকেও ধন্যবাদ দিয়েছে। দলটির তরফে বলা হয় গত পাঁচ বছরে বিধায়ক কমরেড বিনোদ নিকোলের অনুকরণীয় কাজ রাজ্যে চমক তৈরি করেছে। দাহানুতে বিশাল বিজয় মিছিলে বিজয়ী প্বিনোদ নিকোলেসহ নেতৃত্বরা অংশ নেন।

তবে লক্ষাধিক ভোট টেনেও মহারাষ্ট্রের আরও এক হেভিওয়েট বাম নেতা গাভিট জীবা পান্ডু পরাজিত হলেন কালওয়ান কেন্দ্রে। তিনি রাজের প্রাক্তন প্রোটেম স্পিকার। এবার তাকে আট হাজারের বেশি ভোটে হারালেন এনসিপি দলের নীতিনভাউ অর্জুন পাওয়ার। তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৯১টি ভোট। আর সিপিআইএমের গাভিট জীবা পান্ডু পান ১ লাখ ১০ হাজারের কিছু বেশি ভোট। এই কেন্দ্রে জোট হয়নি।