১৯৬৪ সালে CPIM গঠিত হবার পর সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) তাঁর দলের প্রথম ব্যক্তিত্ব যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকাকালীন প্রয়াত হয়েছেন। রীতি মেনে ‘লাল সালাম’ দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাল সিপিআইএম (CPIM) পলিটব্যুরো। নয়াদিল্লিতে দলটির প্রধান কার্যালয় থেকে প্রয়াত ইয়েচুরির দেহ AIIMS হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য দান করা হবে।
গালওয়ান সহ চারটি এলাকা থেকে সরল চিন, জয়শঙ্করের দাবিকে স্বীকৃতি বেজিংয়ের
রাজনৈতিক মহলে আলোচনা, সাংগঠনিক আলোচনার গোপনীয়তা রক্ষায় ‘লেটার মার্কস’ পাওয়া মার্ক্সবাদী দল CPIM কাকে দলের সেনাপতি করবে সেটি ঘোষণার আগে স্পষ্ট হবে না। তবে বৃন্দা কারাতের পাল্লা ভারী।
সূত্রের খবর, সীতারাম ইয়েচুরির পর কে দলের সাধারণ সম্পাদক হবেন সেটি নির্ধারণ করতে দলটির পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বিশেষ বৈঠক হবে। এক্ষেত্রে ইয়েচুরির মতো পরিচিত মুখ বেছে নিতে চলেছে সিপিআইএম। দলটির দক্ষিণী লবি শক্তিশালী। তাদের চাপের মুখে পড়তে চলেছে বঙ্গ লবি। দুই লবির টানাপোড়েনে বৃন্দা কারাতের নাম আলোচিত হচ্ছে।
সিপিআইএম মনে করছে, প্রয়াত সীতারাম ইয়েচুরির মতো সংবাদমাধ্যমে পরিচিত, দেশ-বিদেশে সর্বত্র আলোচিত মুখ দরকার। পলিটব্যুরো সদস্য বৃন্দা এক্ষেত্রে মানানসই।
শেষকৃত্যে পুলিশের তাড়াহুড়ো, দাবি শববাহী গাড়ি চালকের
সীতারাম ইয়েচুরির প্রয়াণে INDIA জোটের জাতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী শেষ শ্রদ্ধা জানান। বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী ও সিপিআইএমের পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন শ্রদ্ধা জানান। পলিটব্যুরোর অপর সদস্য ত্রিপুরার প্রাক্তন মু়খ্যমন্ত্রী মানিক সরকার, দলটির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমসহ সব রাজ্যের প্রতিনিধি নেতৃত্বরা শ্রদ্ধা জানান।
কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় প্রয়াত সীতারাম ইয়েচুরিকে ‘বাম শক্তির আলো’ হিসেবে তুলনা করেছেন। মোদী ও ইয়েচুরির মধ্যে চরম রাজনৈতিক বিরোধিতার মধ্যেও সখ্যতা ছিল।
বাম আমলেও নিয়োগ দুর্নীতি, প্যানেল জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন লিখেছেন ‘কমরেড বিদায়’। উল্লেখ্য তামিলনাড়ুকে ডিএমকে জোট সরকারের শরিক সিপিআইএম। ‘নাস্তিক’ মুখ্যমন্ত্রী বলে চর্চিত স্ট্যালিনের সঙ্গে ‘নাস্তিক’ সীতারামের গভীর সখ্যতা বারবার চর্চিত হয়েছে। দুজনেই চরম মোদী ও সংঘ পরিবার বিরোধী।
বিজেপি, সিপিআই ও বিভিন্ন বাম দল, তৃ়ণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ দেশের সব রাজনৈতিক দলের প্রধানরা সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানান। সিপিআইএম সূত্রে খবর প্রয়াত সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি ও বামপন্থী দল-সংগঠনের শোকবার্তা এসেছে।