HomeBharat"মন্দিরের সম্পত্তিতে নজর CPIM-এর"! 'বিস্ফোরক' দাবী কংগ্রেস নেতার

“মন্দিরের সম্পত্তিতে নজর CPIM-এর”! ‘বিস্ফোরক’ দাবী কংগ্রেস নেতার

- Advertisement -

তিরুঅনন্তপূরম: শবরীমালা সোনা চুরি কান্ডে (Sabarimala Gold Theft) CPIM-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল (K C Venugopal)। বুধবার তিনি বললেন, “(কেরল সরকার) মন্দিরের অর্থ চুরির চেষ্টা করে তা নিজেদের পকেটে ভরতে চেয়েছে”।

শুধু তাই নয়, পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) সরকারের বিরুদ্ধে কংগ্রেস নেতার আরও অভিযোগ, “দেবাস্বম মন্ত্রী এমন একটা ভান করছেন, জেন উনি কিছুই জানেন না! ওরা আইয়াপ্পার সম্পত্তি বিক্রি করে এমনিতেই মানুষের শ্রদ্ধায় আঘাত করেছে। আসলে মন্দিরের সম্পত্তির উপর নজর সিপিআইএমের (CPIM)।”

   

পাশাপাশি, দেবাস্বম বোর্ড থেকে গোপালকৃষ্ণনকে সরানো নিয়েও সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বেণুগোপাল। তাঁর অভিযোগ, দলের নেতাকে ওই পদে বসাতেই গোপালকৃষ্ণনকে সরানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত ত্রাভাঙ্কোর দেবাস্বম বোর্ডের সভাপতি ছিলেন কংগ্রেস নেতা প্রয়ার গোপালকৃষ্ণন। ২০২২ সালে মারা যান তিনি।

২০১৮ সালে শবরীমালা মন্দিরে সকল বয়সের মহিলাদের প্রবেশের তীব্র বিরোধিতা করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। গোপালকৃষ্ণন বলেছিলেন, যদি সকল মহিলার প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাহলে শবরীমালা থাইল্যান্ডে পরিণত হবে। সুপ্রিম কোর্টের অনুমতির সপক্ষে রায়ের পরেও চরম বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, যদি মহিলারা শবরীমালায় আসেন তাহলে আপনার উপর বাঘ বা পুরুষ আক্রমণ করতে পারে।

এদিন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) বিরুদ্ধে তোপ দেগে বেণুগোপাল বলেন, “প্রয়ার গোপালকৃষ্ণনকে সরানোর পর কেন দেবাস্বম বোর্ডে দলের নেতাকে বসানো হল? মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে। শবরীমালায় সোনা চুরি যাওয়ার পরেও গর্বের সঙ্গে সিংহাসনে বসে আছেন মুখ্যমন্ত্রী”।

সোনা চুরি মামলায় প্রাক্তন দেবাস্বম বোর্ড সভাপতি গ্রেফতার

উল্লেখ্য, শবরীমালা সোনা চুরি কান্ডে (Sabarimala Gold Theft) মঙ্গলবার ত্রাভাঙ্কোর দেবাস্বম বোর্ডের প্রাক্তন সভাপতি এন বাসুকে গ্রেফতার করেছে কেরল পুলিশ। এর আগে বিশেষ তদন্তকারী দল বাসুকে জিজ্ঞাসাবাদ করেছিল বলে জানান বরিষ্ঠ পুলিশ আধিকারিক। বুধবার বর্ষীয়ান কংগ্রেস নেতা রমেশ ছেনিথালা এই মামলার সঙ্গে যুক্ত সকলের দ্রুত গ্রেফতারির দাবী জানান।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular