Telangana: তেলেঙ্গানায় আসন দখলে দুই বামে তীব্র লড়াই, আলিমুদ্দিনে অস্বস্তি

বাম বনাম বাম! তাতেই হই হই। গণনা ইঙ্গিত দিচ্ছে তেলেঙ্গানায় এমনই এক চমকপ্রদ ভোট লড়াই। এই যুদ্ধে সামিল কমি়উনিস্ট পার্টি (CPI) ও ফরওয়ার্ড ব্লক (AIFB)। নির্বাচন কমিশন সূত্রে খবর, তেলেঙ্গানার কোঠেগুডেম কেন্দ্রে দুই বাম দলের তীব্র লড়াই। এই কেন্দ্রে কংগ্রেস ও বিআরএস হতাশ। তেমনই হতাশ বিজেপিও।

Advertisements

কোঠেগুডেম কেন্দ্রে সিপিআইয়ের কে. সম্ভাশিবা রাও ও ফরওয়ার্ড ব্লকের জে. ভেঙ্কট রাও মূল লড়াইয়ে। দুই দলের সমর্থকরা লাল পতাকা নিয়ে পরস্পরকে ধুয়ো দিচ্ছেন। তেলেঙ্গানায় আসন দখলে দুই বাম দলের তীব্র লড়াইয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের বড় শরিক সিপিআইএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে মুজফ্‌ফর আহমদ ভবনে অস্বস্তি। তবে বাম নেতাদের দাবি, কেরলেও এমন হয়। সেখানে আরএসপি আছে বাম শিবিরের বাইরে।

   

গণনায় তেলাঙ্গানায় ম্যাজিক ফিগার (৬০) এর কাছাকাছি কংগ্রেস। ক্ষমতা হারাচ্ছে ভারত রাষ্ট্রীয় সমিতি। মোদী প্রচার ঝড়ের বিজেপি জোট তেমন দাগ কাটতে পারেনি। তেলেঙ্গানায় বিজেপির করুণ হাল। দক্ষিণ ভারতের কোনও রাজ্যেই বিজেপির সরকার নেই।

লেটেস্ট ট্রেন্ড বলছে রাজস্থান ও মধ্যপ্রদেশে কংগ্রেসের পরাজয় নিশ্চিত। তেলেঙ্গানায় কংগ্রেস প্রথমবার সরকার গড়ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements