নিউজ ডেস্ক: করোনা (Covid19) প্রতিরোধ করতে ইউরোপ ও আমেরিকায় (america) ইতিমধ্যেই বুস্টার ডোজ (booster dose) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের দেশে এখনও পর্যন্ত ১০০ শতাংশ মানুষ টিকার দুটি ডোজ পাননি।
তাই আলোচনা শুরু হলেও বুস্টার ডোজ নিয়ে এখনও পর্যন্ত সরকারের সেভাবে উদ্যোগী হয়নি। এরই মধ্যে বুস্টার ডোজ নিয়ে মুখ খুললেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) প্রধান চিকিৎসক বলরাম ভার্গব (Balaram Bhargav)।

আইসিএমআর-এর ডিরেক্টর বলেন, করোনা প্রতিরোধ করতে বুস্টার ডোজ আবশ্যিক এমন কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ মেলেনি। তাই সরকার এখনই বুস্টার ডোজ নিয়ে বিশেষ কিছু ভাবছে না। বরং দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকে করোনার টিকা দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে সরকার। সবার আগে দেশের প্রতিটি মানুষকে টিকার দুটি ডোজ দেওয়াই সরকারের লক্ষ্য।
সম্প্রতি ভারতেও বিভিন্ন মহলে বুস্টার ডোজ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহেই বুস্টার ডোজ এবং শিশুদের টিকাকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকারের সর্বোচ্চ সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশনের জরুরী বৈঠক রয়েছে। সেই বৈঠকের প্রাক্কালে আইসিএমআর-এর ডিরেক্টরের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ অনেকেই কেন্দ্রের কাছে বুস্টার ডোজ শুরু করার অনুমতি চেয়ে ছিলেন। ওই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, সরকারের কাছে পর্যাপ্ত টিকা মজুত আছে। তবে বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে সরকার কোনও সিদ্ধান্ত নিতে পারে না। আইসিএমআর যদি বুস্টার ডোজ দেওয়ার কথা বলে তখন সরকার পরবর্তী পদক্ষেপ করবে। উল্লেখ্য ভারতে এখনও পর্যন্ত ৮৩ শতাংশ মানুষ টিকার একটি ডোজ এবং ৪৩ শতাংশ মানুষ দুটি ডোজ পেয়েছেন।