দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত প্রায় ১৬৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৬৫ জন। করোনায়(Covid) মৃত্যু হয়েছে কেরালার ও দিল্লির ২ জনের।
বেড়েছে সুস্থতার হার। অন্যদিকে আক্রান্ত হওয়ার হার কমেছে প্রায় ০.০১ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ৮৯ জন। যার ফলে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।দেশে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৩৪৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে মোট কোরো না আক্রান্ত হয়েছেন ৪,৪৬,৭৩,৭৮৩ জন। বর্তমানে দেশে করোনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ। এখনো পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫,৩০,৬৩৩ জনের। সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ। এখনো পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৩৮,৮০৫ জন। গোটা দেশ জুড়ে প্রায় ২১৯.৯৪ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।