দেশে ফের একবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে কোভিডের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিগত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে।
Advertisements
এক রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬২ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। দেশে সক্রিয় কোভিড রোগির সংখ্যা ২২,৪১৬-এ পৌঁছেছে।
Advertisements
শুক্রবার দেশে প্রায় চার হাজারের কাছাকাছি করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। গত ৩ জুন নতুন করে ৪ হাজার ৪১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১০ জন রোগী মারা যায়। ভারতে ৮৪ দিন পর এক দিনে কোভিড-১৯-এর ৪,০ এরও বেশি নতুন কেস পাওয়া গেছে। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪,৩১,৭২,৫৪৭-এ পৌঁছেছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৬৭৭ জন।



