ভারতবাসীর চিন্তা বাড়াচ্ছে COVID-এর নতুন ভেরিয়েন্ট, লক্ষ্মণ কী কী?

এতদিন শান্তিতে দিন কাটাচ্ছিলেন দেশবাসী, কিন্তু ফের একবার গলার কাঁটা হয়ে দাঁড়ালো কোভিডের (COVID) নয়া ভেরিয়েন্ট। বিগত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ স্থিতিশীল থাকলেও…

এতদিন শান্তিতে দিন কাটাচ্ছিলেন দেশবাসী, কিন্তু ফের একবার গলার কাঁটা হয়ে দাঁড়ালো কোভিডের (COVID) নয়া ভেরিয়েন্ট। বিগত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ স্থিতিশীল থাকলেও এখন তা আবার বাড়তে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি বর্জ্য জলে করোনার নতুন এক ধরন দেখা গেছে, যার নাম এফএলআইআরটি (FLiRT)।

যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরসহ আরও অনেক দেশে এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বাড়ছে। সর্বোপরি দ্রুত বাড়তে থাকা সংক্রমণের কারণে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশবাসীকে আবারও মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। তবে শুধু বিদেশেই নয়, ভারতেও কোভিডের সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। আর যা সকলের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি রিপোর্ট দেখে সকলেই থ হয়ে গিয়েছেন।

   

ভাবছেন রিপোর্টে কী লেখা রয়েছে? সিডিসির মতে, কেপি.২ সাব-ভ্যারিয়েন্টটি ১৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২৫% কেস সৃষ্টি করেছিল। বিশ্বব্যাপী, করোনার জেএন.১ এবং কেপি.১ এবং কেপি.২ সহ এর সাব-ভ্যারিয়েন্টগুলি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কেপি.১ ও কেপি.২ আক্রান্তের দুই-তৃতীয়াংশের বেশি সিঙ্গাপুরে। গবেষকরা জানিয়েছেন, করোনার এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের মতো, যা মানুষকে দ্রুত সংক্রমিত করতে পারে। আশ্চর্যজনকভাবে এই ভ্যারিয়েন্ট টিকা নেওয়ার পর তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাকেও হার মানাচ্ছে।

করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটেছে ভারতেও। ভারতে এখন পর্যন্ত ২৫০টি মামলা নথিভুক্ত হয়েছে। KP.2 এবং KP1.1 বেশিরভাগ ক্ষেত্রে দায়ী বলে মনে করা হয়। মহারাষ্ট্রে ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট কেপি.২ এর ৯১ টি কেস চিহ্নিত করা হয়েছে। গত ১৫ মে পর্যন্ত পুনেতে নতুন ভ্যারিয়েন্টের জন্য সর্বাধিক ৫১ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। এই FLiRT-এর লক্ষ্মণ কী জানেন?

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই FLiRT-এর লক্ষ্মণগুলি হল জ্বর, গলা ব্যাথা, মাথা ব্যাথা, নাক দিয়ে জল গড়ানো, মাংশপেশীতে ব্যাথা, শরীরে ব্যাথা, স্বাদ বা ঘ্রাণশক্তি চলে যাওয়া, হজমে সমস্যা।