Covid 19: লকডাউনের পথে না হেঁটে কড়া বিধি দিল্লির

arvind kejriwal

সংক্রমণের জেরে বিধ্বস্ত গোটা দেশ। সংক্রমণ বাড়ছে দেশের রাজধানীতেও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল খোদ করোনা আক্রান্ত। তবুও লকডাউনের পথে হাঁটতে চাইছে না রাজ্য। যদিও বিধিনিষেধের দিক থেকে আরও কড়াকড়ি করছে সরকার। (Covid 19) 

Advertisements

এবার রেস্তোরাঁর ক্ষেত্রে জারি হল নিষেধাজ্ঞা। দিল্লি সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, এখন থেকে রেস্তোরাঁয় বসে খাওয়া যাবেনা। চালু থাকবে ফুড অ্যাপগুলি। সেখান থেকে অর্ডার করে বাড়িতে বড় বসে রেস্তোরাঁর খাবার খাওয়া যাবে। সরাসরি রেস্তোরাঁ থেকেও খাবার হোম ডেলিভারি করা যাবে।

Advertisements

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কেও কাঁপছে দিল্লি। ওমিক্রন সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজ্যে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০-র গণ্ডি পার করেছে। গত ২৪ ঘন্টায় রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২২, ৭৫১ জন।