HomeBharatCovid 19: গান্ধী পরিবারে ঢুকল করোনা, আক্রান্ত প্রিয়াঙ্কা

Covid 19: গান্ধী পরিবারে ঢুকল করোনা, আক্রান্ত প্রিয়াঙ্কা

- Advertisement -

গতবছর নেগেটিভ ছিলেন। এবছর পজিটিভ হলেন। প্রিয়াঙ্কা গান্ধী বঢরা করোনা পজিটিভ হয়ে আইসেলেশনে। নিজেই সেকথা জানিয়েছেন। সেইসঙ্গে গান্ধী পরিবার তথা জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ ঘরে পৌঁছে গেল করোনাভাইরাস।

একইভাবে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে নিয়েও উদ্বেগ। তবে তাঁরা এখনও করোনা আক্রান্ত নন। কিন্তু কংগ্রেস ঘরে ঢুকেছে করোনা।

   

প্রিয়াঙ্কা গান্ধীর করোনা হওয়ায় তাঁর সংস্পর্শে আশা বাকি কংগ্রেস নেতা নেত্রীরা চিন্তিত। তাঁরাও কোভিড টেস্ট করাচ্ছেন।

উত্তর প্রদেশ ভোটে কংগ্রেসের তরফে মূল প্রচারের দায়িত্ব নিয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা দায়িত্ব পেতেই কংগ্রেসে এসেছে অক্সিজেন। একের পর এক জনসভায় ভিড় প্রবল। শাসক বিজেপির তরফে বারবার প্রিয়াঙ্কা গান্ধীকে নিশানা করা হয়েছে। এর মাঝে করোনা পজিটিভ হওয়ায় প্রিয়াঙ্কাকে নিয়ে উদ্বেগ শুরু কংগ্রেস মহলে।

গতবছর করোনা আক্রান্ত হন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। তখন প্রিয়াঙ্কার করোনা পরীক্ষা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছিল।। ফলে অসম, তামিলনাড়ু, কেরলের ভোট প্রচার থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular