Gyanvapi Mosque: মসজিদে শিবলিঙ্গ মিলতেই হুলুস্থুল, কড়া নির্দেশ আদালতের

জ্ঞানবাপী মসজিদ মামলায় নয়া মোড়। বারাণসীর একটি আদালত জ্ঞানবাপী মসজিদ চত্বরের একটি কুয়ো সিল করার নির্দেশ দিয়েছে, সেখানে সম্প্রতি ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে বলে খবর পাওয়া…

জ্ঞানবাপী মসজিদ মামলায় নয়া মোড়। বারাণসীর একটি আদালত জ্ঞানবাপী মসজিদ চত্বরের একটি কুয়ো সিল করার নির্দেশ দিয়েছে, সেখানে সম্প্রতি ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে।

Advertisements

এছাড়া ঘটনাস্থলে যাতে কোনও বহিরাগত কেউ ঢুকতে না পারে তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও সিআরপিএফকে।

Advertisements

জ্ঞানবাপী মসজিদের ভিডিওগ্রাফি সার্ভে সম্পন্ন হয়েছে বলে খবর। আদালত নিযুক্ত কমিটি সার্ভে পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছানোর কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। সংবাদমাধ্যমকে আইনজীবী বিষ্ণু জৈন বলেন, ‘কুয়োর ভিতরে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে। আমি এর সুরক্ষা চাইতে দেওয়ানি আদালতে যাব।’

সাম্প্রতিক সময়ে এই মসজিদ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মসজিদটি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে অবস্থিত এবং স্থানীয় আদালত এর বাইরের দেওয়ালে প্রতিমাগুলির সামনে প্রতিদিনের প্রার্থনার অনুমতি চেয়ে একদল মহিলার একটি আবেদনের শুনানি চলছে আদালতে।

তৃতীয় ও শেষ দিনে সমীক্ষার কাজ শেষ করে দল বেরিয়ে আসতেই হিন্দু দলগুলো শিবলিঙ্গ পেয়েছে বলে দাবি করতে শুরু করে। হিন্দু পক্ষের মতে, ভাজুখানা থেকে জল নিষ্কাশনের সঙ্গে সঙ্গে  সবাই আনন্দিত হয়েছিল, কারণ সেখানে ১২.৮  ফুট ব্যাসের একটি শিবলিঙ্গ ছিল।  বারাণসীর জ্ঞানবাপী মসজিদ সমীক্ষা চলাকালীন, হিন্দু পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সোমবার নন্দীর সামনে প্রায় ১২ ফুট ৮  ইঞ্চি লম্বা শিবলিঙ্গ পাওয়া গেছে।  যদিও তা মানতে নারাজ মুসলিম পক্ষ।