ভারতীয় সেনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য রাহুলকে হাজিরার নির্দেশ আদালতের

তার মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে বার বার, এবার আরো বিপাকে পড়লেন রাহুল গান্ধী। ভারতীয় সেনার সম্বন্ধে অবমাননাকর মন্তব্যের জেরে এবার আদালতে হাজিরা দিতে হবে তাকে।…

তার মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে বার বার, এবার আরো বিপাকে পড়লেন রাহুল গান্ধী। ভারতীয় সেনার সম্বন্ধে অবমাননাকর মন্তব্যের জেরে এবার আদালতে হাজিরা দিতে হবে তাকে। আগেই তার নামে মামলা হয়েছিলো, এবার নোটিশ দিয়ে হাজিরা দিতে বললেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলোক ভার্মা। আগামী ২৪ মার্চ তাকে ডাকা হয়েছে আদালতে হাজিরা দেবার জন্য।

ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লখনউয়ের এমপি-এমএলএ আদালত তলব করেছে। ২০২২ সালের ডিসেম্বরে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী চীনা সেনার সঙ্গে সংঘর্ষের বিষয়ে মন্তব্য করেছিলেন, যা সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুন্ন করেছে বলে অভিযোগ। আদালত রাহুল গান্ধীকে আগামী মার্চের শেষ সপ্তাহে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশনের সাবেক পরিচালক শঙ্কর শ্রীবাস্তবের দায়ের করা মামলায় এই তলব জারি হয়েছে।
.
রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় ক্ষমতায় আসীন বিজেপির সমালোচনা করার উদ্দেশেই এমন মন্তব্য করেছিলেন, সেনাবাহিনীকে অবমাননা করার কোনো উদ্দেশ্য তার ছিল না। এছাড়া, ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে রাহুল গান্ধীর আপত্তিকর মন্তব্যের জন্যও তার বিরুদ্ধে মানহানির মামলা চলছে। এই মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে।

   

রাহুল গান্ধীকে তলবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিজেপি নেতারা রাহুল গান্ধীকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন, তবে রাহুল গান্ধী এসব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। অপরদিকে, বিজেপি নেতারা রাহুল গান্ধীর মন্তব্যকে অগ্রহণযোগ্য ও দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করছেন। এটি অবশ্যই রাজনীতির অঙ্গনে নতুন এক আলোচনা শুরু করেছে, যেখানে রাহুল গান্ধী এবং ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে রাজনৈতিক মন্তব্যের প্রেক্ষিতে দেশজুড়ে তোলপাড় চলছে।