দিল্লি হিংসা মামলায় আজও মিলল না জামিন, বিপাকে জেএনইউয়ের প্রাক্তনী উমর

উত্তর পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল উমর খালিদের। দেড় বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন জেএনইউয়ের এই প্রাক্তনী। বৃহস্পতিবার দিল্লির কারকারডুমা আদালত উমরের জামিনের…

দিল্লি হিংসা মামলায় আজও মিলল না জামিন, বিপাকে জেএনইউয়ের প্রাক্তনী উমর

উত্তর পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল উমর খালিদের। দেড় বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন জেএনইউয়ের এই প্রাক্তনী। বৃহস্পতিবার দিল্লির কারকারডুমা আদালত উমরের জামিনের আবেদন খারিজ করে দিল।

হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকেই জেলে রয়েছেন উমর। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইন ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ২০২০ সালের ওই দাঙ্গায় প্রায় ৫৩ জন মানুষের প্রাণ গিয়েছিল আহত হয়েছিলেন প্রায় ৭০০ জন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশ উমর ছাড়াও মামলা করেছে সারজিল ইমাম এবং গুলফিশা ফতিমার নামেও।

২০২০ সালের ১৪ সেপ্টেম্বর গ্রেফতার হওয়ার পর থেকেই দিল্লির তিহার জেলে রয়েছেন উমর। দিল্লি পুলিশের অভিযোগ, ২০২০-র ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে যে হিংসা ছড়িয়েছিল সেই তার মূল পরিকল্পনাকারী ছিল উমর। রীতিমতো পরিকল্পনা করেই ওই ঘটনা ঘটানো হয়েছিল। এই ঘটনায় দিল্লি পুলিশ এ পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন।

Advertisements

তবে দিল্লি পুলিশের দাবি উড়িয়ে দিয়ে উমর জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে সব কথা বলা হচ্ছে তার সাপেক্ষে দু’বছরেও কোন তথ্য প্রমাণ পেশ করতে পারেনি পুলিশ। উমরের আইনজীবী আদালতে বলেছেন, দিল্লি পুলিশ তাঁর মক্কেলের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছে তা ভুলে ভরা। দিল্লি পুলিশ দু’টি টেলিভিশন চ্যানেলের ভিডিও ক্লিপের উপর ভিত্তি করেই তাঁর মক্কেলের বিরুদ্ধে হিংসার ঘটনায় উস্কানির দেওয়া ও পরিকল্পনা করার অভিযোগ এনেছে। অথচ ওই ভিডিও ক্লিপে শুধুমাত্র তাঁর মক্কেলের বক্তৃতার কিছু অংশ আদালতে প্রমাণ স্বরূপ তুলে ধরেছেন তদন্তকারীরা। যা থেকে কখনওই প্রমাণ হয় না তাঁর মক্কেল এই হিংসার মূলচক্রী।