সুন্দরী মেয়ে দেখলেই..! কংগ্রেস বিধায়কের কুরুচিকর ‘রেপ থিওরি’ ঘিরে তুঙ্গে তরজা

ভোপাল: বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে মধ্যপ্রদেশের ভাণ্ডারের কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়া। এবার ধর্ষণের কারণ ও শিকার নিয়ে তাঁর দেওয়া এক অদ্ভুত এবং কুরুচিকর…

Controversial comment of Congress MLA

ভোপাল: বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে মধ্যপ্রদেশের ভাণ্ডারের কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়া। এবার ধর্ষণের কারণ ও শিকার নিয়ে তাঁর দেওয়া এক অদ্ভুত এবং কুরুচিকর ‘রেপ থিওরি’ (Rape Theory) ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়কের দাবি, ভারতে ধর্ষণের শিকার হওয়া মহিলাদের বেশিরভাগই তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST) এবং ওবিসি (OBC) সম্প্রদায়ের। শুধু তাই নয়, ধর্ষণের পেছনে তাঁর দেওয়া ব্যাখ্যা শুনে কার্যত স্তম্ভিত রাজনৈতিক মহল।

Advertisements

কী এই বিতর্কিত ‘রেপ থিওরি’?

বিধায়ক ফুল সিং বারাইয়ার দাবি, কোনো ব্যক্তি পথে চলার সময় যদি কোনো ‘অত্যন্ত সুন্দরী’ মহিলাকে দেখেন, তবে তাঁর মন চঞ্চল হয়ে উঠতে পারে এবং তা থেকে ধর্ষণের মতো ঘটনা ঘটতে পারে। কিন্তু এর পরেই তিনি এক চরম বিতর্কিত মন্তব্য করেন। তাঁর দাবি, অনুন্নত ও অনগ্রসর সম্প্রদায়ের মহিলারা ‘সুন্দরী’ না হওয়া সত্ত্বেও তাঁদের ধর্ষণ করা হয় কারণ এক শ্রেণির মানুষের বিশ্বাস, নির্দিষ্ট কিছু জাতির মহিলাদের ওপর যৌন নির্যাতন চালালে কোনো তীর্থযাত্রার সমান ‘পুণ্য’ লাভ করা যায়। এই মানসিকতার মূলে কিছু প্রাচীন ধর্মীয় গ্রন্থের ‘বিকৃত শিক্ষা’ কাজ করে বলে অভিযোগ তুলেছেন তিনি।

   

কংগ্রেস বিধায়ক আরও বলেন, “ধর্ষণ কোনো একজন ব্যক্তি নয়, বরং দলবদ্ধভাবে করা হয়। এমনকি শিশুদের ওপর হওয়া পৈশাচিক আচরণের পেছনেও কাজ করে দলিতদের ধর্মীয় গ্রন্থে লেখা সেই প্রাচীন মানসিকতা।”

দায় ঝাড়ল কংগ্রেস, আক্রমণ বিজেপির Controversial comment of Congress MLA

ফুল সিং বারাইয়ার এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটোয়ারি তড়িঘড়ি দলের দূরত্ব বজায় রেখে জানিয়েছেন, “ধর্ষণকে কোনোভাবেই যুক্তি দিয়ে বিচার করা যায় না। ধর্ষক একজন অপরাধী মাত্র, এর সঙ্গে কোনো ধর্ম বা জাতির যোগ থাকতে পারে না।”

অন্যদিকে, সরব হয়েছে বিজেপি। বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা রাহুল গান্ধীর সঙ্গে বারাইয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোপ দেগেছেন। তিনি বলেন, “মহিলা, হিন্দু আস্থা এবং তফশিলি জাতি-উপজাতির মহিলাদের নিয়ে এমন ঘৃণ্য মন্তব্য করা ব্যক্তিকে রাহুল গান্ধী প্রশ্রয় দিচ্ছেন। অর্থাৎ এই মন্তব্যের ছাড়পত্র ওপর থেকেই আসছে।” বিজেপির দাবি, এটি নিছক কথার কথা নয়, বরং কংগ্রেসের দলিত-বিরোধী এবং নারী-বিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ।

Bharat: Madhya Pradesh Congress MLA Phool Singh Baraiya has triggered outrage with controversial remarks linking rape to caste and victim identity. His comments have drawn sharp reactions from Congress and fierce attacks from the BJP, escalating a major political controversy.

Advertisements