নরেন্দ্র মোদি ও আরএসএসকে ঘিরে বিতর্কিত কার্টুন তৈরি করে আইনি জটে জড়ালেন কার্টুনিস্ট হেমন্ত মালব্য। হাই কোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও অন্তর্বর্তী জামিনের আবেদন জানালেও স্বস্তি পেলেন না তিনি। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায়, রাষ্ট্রপ্রধানকে নিয়ে বিতর্কিত কার্টুন মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার। রাষ্ট্রপ্রধানকে নিয়ে আপত্তিকর কার্টুনের তীব্র নিন্দা জানিয়েছে শীর্ষ আদালত।
সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। এই মামলার শুনানিতে বিচারপতির সুধাংশু ধুলিয়া ও অরবিন্দ কুমারের বেঞ্চের তরফ থেকে জানানো হয়, বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে অপব্যবহার করা হচ্ছে। বেশকিছু কার্টুনিস্ট ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান এই অপব্যবহার করছেন। আদালত আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
অভিযুক্ত কার্টুনিস্ট হেমন্ত মালব্য প্রায়ই সমাজমাধ্যমে ছবি শেয়ার করেন। সেই ছবিগুলির মধ্যে অধিকাংশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির সমালোচনা করে করা হয়। সম্প্রতি ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি, ট্রাম্পের ভূমিকা, এমনকি করোনা সময়কালেও মোদিকে কটাক্ষ করে পোস্ট করেন তিনি। আরএসএসের এক কর্মী তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করছেন।
শুধু তাই নয়, আরএসএস-এর কর্মীর অভিযোগ, হেমন্ত মালব্য ভগবান শিবকে নিয়ে কার্টুন এঁকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এই অভিযোগে, ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ১৯৯ ও ৩৫২ ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এখনও পর্যন্ত গ্রেপ্তার না হলেও পুলিশ তদন্ত শুরু করেছে। মালব্যকে সমন পাঠিয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। এই পরিস্থিতিতে কার্টুনিস্ট গত ৩ জুলাই মধ্যপ্রদেশ হাই কোর্টে আগাম জামিন চাইলেও তা খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টেও জামিনের আবেদন গ্রহণ না হওয়ায় এখন তাঁর গ্রেপ্তারির আশঙ্কা আরও জোরাল হয়েছে।


