FIR: মহিলা কুস্তিগীরদের স্তনে হাত দিতেন BJP সংসদ ব্রিজভূষণ

জাতীয় কুস্তি ফেডারেশন (ডব্লিউএফআই) প্রধান ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর (Brij Bhusan Saran Singh) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জানুয়ারিতে দিল্লির আইকনিক যন্তর মন্তরে ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া সহ ভারতের শীর্ষ কুস্তিগীররা জড়ো হয়েছিলেন। তাদের মিছিল থেকে জোর করে গ্রেফতার করার পর আন্তর্জাতিক ক্রীড়া মহলে চাঞ্চল্য ছড়ায়।

Advertisements

মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ বিতর্কে তোলপাড় গোটা দেশ। কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ২টো এফআইআর হয়েছে। কী রয়েছে সেই ফার্স্ট ইনফর্মেশন রিপোর্টে?

এফআইআর-এ বলা হয়েছে বিজেপি বিধায়ক ব্রিজভূষণ শরণ সিং মহিলা কুস্তিগীরদের স্বাস পরীক্ষা করার অজুহাতে অনুপযুক্তভাবে স্পর্শ করেছেন। মহিলা কুস্তিগীরদের অস্বস্তিকর ব্যাক্তিগত প্রশ্ন করেছেন। এফআইআর-এ বলা হয়েছে টুর্নামেন্টের সময় চোট লাগলে ফেডারেশন সমস্ত মেডিক্যাল খরচ বহন করবে, কিন্তু পরিবর্তে দিতে হবে শারীরিক বা যৌন সুবিধা। ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে এক নাবালিকার স্তনে স্পর্শ এবং তারপর তাকে পিছু করার মতন গুরুতর অভিযোগের কথা উল্লেখ রয়েছে FIR-এ।

Advertisements

গত মাসে দিল্লির কন্নৌট প্লেস থানায় দায়ের করা ৭ জন মহিলা কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে তৈরি হয়েছে এই এফআইআর। দুটোর মধ্যে ১ টি FIR ৬ কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে হয়েছে এবং দ্বিতীয় এফআইআর হয়েছে এক নাবালিকার বাবার করা অভিযোগের ভিত্তিতে। লিখিত অভিযোগগুলি করা হয় ২১ এপ্রিল এবং ২ টি FIR ফাইল করা হয় ২৮ এপ্রিল।

তবে যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজভূষণ নিজের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সব অভুযোগ খারিজ করে জানান যে একটাও অভিযোগ প্রমাণিত হলে তিনি গলায় দড়ি দেবেন। তিনি কুস্তিগীরদের চ্যালেঞ্জ ছঁড়ে বলেন যে তাদের কাছে প্রমাণ থাকলে তারা সেটা আদালতে গিয়ে জমা দিক এবং সেই ক্ষেত্রে তিনি সব সাজা মেনে নেবেন বলেও জানান।