একটি ‘উড়ো’ ইমেল ঘিরে রাতের ঘুম উড়ল গোয়েন্দাদের। এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি একটি মেইলে লিখেছে যে প্রধানমন্ত্রীকে খুন করার ছক কষা হচ্ছে। ইতিমধ্যে প্রস্তুতি শুরুও হয়ে গিয়েছে। আর এই ইমেল পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমে পড়েছে এনআইএ।
এক রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তি ইমেলে লিখেছে ‘আমি সারা দেশে ২০টি হামলার পরিকল্পনা করছি। আমি এমন লোকদের সঙ্গে যোগাযোগ করছি যারা এই কাজটি করতে পারে এবং এই দেশের জন্য বড় শোকের পরিবেশের সৃষ্টি করবে। আমি ২৮ ফেব্রুয়ারি স্লিপার সেল সক্রিয় করেছি। তাঁকে হত্যা করার জন্য ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি আমি।’
সে আরও লিখেছে, ‘আমি কাউকে ছাড়ব না। দু’ কোটি মানুষকে খতম করে দেব। এমনিতেই মানুষ মারা যাচ্ছে, এবার তারা আমার বোমায় মরবে।’
এদিকে কে বা কারা ইমেলটি পাঠিয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন এনআইএ-র আধিকারিকরা।