মুম্বই: আর্থিক প্রতারণার জন্য অপরাধীদের ‘সফট টার্গেট’ মূলত বয়োজ্যেষ্ঠ মানুষেরা। অনলাইন, টেক্সট মেসেজ বা ফোন করে বয়োজ্যেষ্ঠদের অ্যাকাউন্ট থেকে নিমেষেই গায়েব করে দেয় লক্ষ লক্ষ টাকা। এবার হলিউডের বিখ্যাত অভিনেতা কিয়ানু রিভসের নাম ব্যবহার করে ৬৯ বছর বয়সী এক বৃদ্ধার কাছ থেকে ৬৫ হাজার টাকা হাতিয়ে নিল কনম্যান।
জানা গিয়েছে, মুম্বইয়ের ভারসোভায় একাই থাকতেন বৃদ্ধা। সম্প্রতি তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে ওই প্রতারক নিজেকে হলিউড অভিনেতা কিয়ানু রিভস বলে দাবি করেন। বৃদ্ধাকে তিনি বলেন, ভারতে এসে তিনি তাঁর সঙ্গে দেখা করতে চান। বিমানের ভাড়া বাবদ বৃদ্ধার কাছ থেকে ৬৫ হাজার টাকা চান নিজেকে কিয়ানু রিভস বলে পরিচয় দেওয়া ওই কন ম্যান। এরপর বৃদ্ধার কাছ থেকে তাঁর ব্যাংকের পাসবই, ডিপোজিট স্লিপ, পাসপোর্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ নথির ছবি বাগিয়ে নেয় প্রতারক।
লন্ডনে বসবাসকারী বৃদ্ধার মেয়ে ৩০ জুন দেরাদুনে এক অজ্ঞাত ব্যক্তিকে তাঁর মায়ের ৬৫,০০০ টাকা পাঠানোর একটি এনইএফটি নোটিশ পান। ভাগ্যগ্রমে বৃদ্ধার ইমেলের সব তথ্য তাঁর মেয়ের কাছে থাকায় টাকা দেওয়ার এনইএফটি নোটিশটি বৃদ্ধার মেয়ে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁর মাকে ফোন করে বিষয়টি জানতে চাইলে বৃদ্ধা বলেন, সমাজমাধ্যমের মারফত হলিউড অভিনেতা কিয়ানু রিভসের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে এবং ফোন করে তিনি ভারতে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন।
মায়ের সঙ্গে আর্থিক প্রতারণা হয়েছে বুঝতে পেরেই বৃদ্ধার মেয়ে লন্ডন থেকে মুম্বই এসে সোমবার থানায় অভিযোগ দায়ের করেন। তথ্য প্রযুক্তি আইনের ধারা 66C (পরিচয় চুরি) এবং 66D (কম্পিউটার রিসোর্স ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা), এবং ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ধারা 318(4) (প্রতারণার ফৌজদারি অপরাধ) সহ প্রাসঙ্গিক ধারায় ওই প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।