পোপ-মোদী ছবি নিয়ে বক্রোক্তি! শেষপর্যন্ত ক্ষমা চেয়ে নিল কংগ্রেস

   শেষমেশ খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল কংগ্রেস। জি৭ সম্মেলনে যোগ দিতে ইটালিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি সাক্ষাৎ করেন পোপ ফ্রান্সিসের…

Congresss apology to Christians over now deleted post mocking PM-Pope meeting, পোপ-মোদী ছবি নিয়ে বক্রোক্তি! শেষপর্যন্ত ক্ষমা চেয়ে নিল কংগ্রেস
  

শেষমেশ খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল কংগ্রেস। জি৭ সম্মেলনে যোগ দিতে ইটালিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি সাক্ষাৎ করেন পোপ ফ্রান্সিসের সঙ্গে। তা নিয়ে বিরুপ মন্তব্য করে কেরল কংগ্রেস। তারপরই ওঠে সমালোচনার ঝড়। শেষপর্যন্ত ক্ষমা চেয়ে নিল কেরল কংগ্রেস।

রবিবার মোদীর সঙ্গে পোপের সাক্ষাতের একটি ছবি পোস্ট করে কেরল রাজ্য কংগ্রেস লিখেছিল, ‘শেষমেশ পোপ ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার একটা সুযোগ পেলেন।’ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কথার সূত্র ধরে এই বক্রোক্তি করে কেরল কংগ্রেস।

   

এর প্রেক্ষিতেই দক্ষিণের এই রাজ্যের বিজেপির দাবি, এই পোস্টের মাধ্যমে কংগ্রেস খ্রিস্টান সম্প্রদায়কে অপমান করেছে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়েন বলেন, ‘কংগ্রেসের এই ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রভু যিশুর সঙ্গে তুলনা করা হয়েছে। এটা পুরোপুরি অনাকাঙ্খিত এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি অপমান। এটা লজ্জাজনক যে কংগ্রেস কোথায় নেমেছে।’

Indians Avoid News: খবরে অনিহা ৩৯ শতাংশ ভারতবাসীর, জানুন কারণ

কেরল বিজেপির সভাপতি কে সুরেন্দ্রন বলেন, ‘কংগ্রেস এখন পোপকেও উপহাস করছে। এর পিছনে কি রাহুল গান্ধী এবং খাড়্গের সমর্থনও রয়েছে?’ প

গেরুয়া দলের সমালোচনার তিরে বিদ্ধ হয়ে বোধদয় হয় গাত শিবিরের। রবিবার রাতেই ক্ষমা চেয়ে নিল কেরল কংগ্রেস। তাদের দাবি, কোনও ধর্মকে অপমান করার ইচ্ছা তাদের ছিল না। তাদের বক্তব্য, সমগ্র ভারতবাসী জানে কাউকে অপমান করাটা ভারতীয় জাতীয় কংগ্রেসের ঐতিহ্য নয়। কোনও ধর্ম, ধর্মীয় প্রধান এবং বিগ্রহকে অপমান বা অশ্রদ্ধা করাও তাদের ঐতিহ্য নয়। কংগ্রেস একটা আন্দোলন। এই দল সব ধর্মকে একসূত্রে বেঁধে রাখে, সমস্ত বিশ্বাসকে মর্যাদা দেয়। বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করে। পোপ, যাঁকে খ্রিস্টানরা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দেখেন, তাঁকে অপমান কিংবা অসম্মান করার কথা কোনও কংগ্রেস কর্মীই সহ্য করে না।

এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতৃত্ব লিখেছেন, ‘এই পোস্টের জেরে যদি কোনও খ্রিস্টানের আবেগে আঘাত লাগে, তাহলে আমরা ক্ষমাপ্রার্থী।’