নয়া কৌশলে মোদীকে চাপে ফেলতে বৈঠকে বসছে কংগ্রেস

টার্গেট সংসদে মোদী সরকারকে চাপে ফেলা, আর সেই স্ট্রাটেজি ঠিক করতে বৈঠকে বসতে চলেছে কংগ্রেস (Congress)। ৩১ জুলাই সকাল ১০টায় সেন্ট্রাল হলে কংগ্রেসের (Congress) সংসদীয়…

টার্গেট সংসদে মোদী সরকারকে চাপে ফেলা, আর সেই স্ট্রাটেজি ঠিক করতে বৈঠকে বসতে চলেছে কংগ্রেস (Congress)। ৩১ জুলাই সকাল ১০টায় সেন্ট্রাল হলে কংগ্রেসের (Congress) সংসদীয় দলের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী। উপস্থিত থাকবেন কংগ্রেসের শীর্ষ নেতারা।

সোমবার মহাভারতের সঙ্গে তুলনা টেনে বিজেপিকে একহাত নেন রায়বরেলির বিধায়ক রাহুল গান্ধী। কেন্দ্রীয় বাজেট নিয়ে বিজেপিকে আক্রমণ শানানোর সময় তিনি বলেন, দেশে একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে রাহুলের তোপ, দেশ এখন একটি ‘চক্রব্যূহ’-এ আটকা পড়েছে। বিজেপি প্রতীক পদ্মর প্রসঙ্গও টানেন তিনি।

   

লোকসভায় কেন্দ্রীয় বাজেট ২০২৪-এর উপর বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, দেশের কৃষক, শ্রমিক এবং যুবসমাজ আতঙ্কিত। রাহুল পদ্ম প্রতীক দেখিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। একই সঙ্গে দাবি করেন, একবিংশ শতাব্দীতে একটি নতুন চক্রব্যূহ তৈরি করা হয়েছে।

বাই বাই অধীর! প্রদেশ কংগ্রেসের সভাপতির দৌড়ে কে?

রাহুল বলেন, হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে ৬ জন মানুষ অভিমন্যুকে চক্রব্যূতে আটকে হত্যা করেছিল। আমি একটু গবেষণা করে জানতে পারলাম যে ‘চক্রব্যূহ’ ‘পদ্মভুই’ নামেও পরিচিত – যার অর্থ ‘পদ্ম গঠন’। চক্রব্যূহ’ পদ্মের আকারে। একবিংশ শতাব্দীতে এক নতুন ‘চক্রব্যূহ’ তৈরি হয়েছে – তাও আবার পদ্মের রূপে। প্রধানমন্ত্রী তার প্রতীক বুকে পরেন।

লোকসভার বিরোধী দলনেতার কটাক্ষ, অভিমন্যুর সঙ্গে যা করা হয়েছে, যুবক, কৃষক, মহিলা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে সেটাই করা হচ্ছে। অভিমন্যুকে খুন করে ছ’জন। আজও ‘চক্রব্যূহ’-এর কেন্দ্রে ৬ জন রয়েছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, অজিত ডোভাল, আম্বানি ও আদানি- এই ৬ জন আজ ভারতকে নিয়ন্ত্রণ করছেন।

কেমন যাবে আপনার আজকের দিন, দেখুন রাশিফল