যোগীর দেখানো পথে হাঁটলেন কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ

যোগীর দেখানো পথে এবার কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল প্রদেশ (Himachal Pradesh) । চলতি বছর কানোয়ার যাত্রার সময় যাত্রার প্রতিটি রুটে যত খাবারের দোকান রয়েছে, তার…

যোগীর দেখানো পথে এবার কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল প্রদেশ (Himachal Pradesh) । চলতি বছর কানোয়ার যাত্রার সময় যাত্রার প্রতিটি রুটে যত খাবারের দোকান রয়েছে, তার সবকটিতেই বড় বড় ব্যানার দিয়ে দোকানের মালিকের নাম উল্লেখ করার নির্দেশ দেন যোগী সরকার। এই নির্দেশিকার পরে নানা বির্তক হয়। এই নির্দেশিকার তীর্ব নিন্দা করেছিল কংগ্রেস দল। কিন্তু এবার যোগী সরকারের দেখানো পথে হাঁটছে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ।

এখন থেকে হিমাচল প্রদেশের সমস্থ খাবারের দোকানে বিক্রেতার নাম পরিচয় লেখা বাধ্যতামূলক বলে জানিয়েছে কংগ্রেস নেতা তথা গ্রামীণ সিমলার সাংসদ বিক্রমাদিত্য সিংহ। খাদ্য সুরক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহ বলেন, “আমরাও উত্তরপ্রদেশের মতোই কঠোরভাবে এই আইন কার্যকর করতে চাই। এবার থেকে সমস্ত রেস্তোরাঁ, ধাবা, ফুড স্টলের সাইনবোর্ডে মালিকের নাম, ফোন নম্বর, ঠিকানা উল্লেখ করতেই হবে।”

Advertisements

উল্লখ্য, সম্প্রতি খাবরে থুতু এবং প্রসাব মেশানোর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যোগী বলেন, ‘‘এমন দূষিত খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’’পাশাপাশি যে মানুষ এ ধরণের কাজ করেছে তাদের কঠোর শাস্তির দাবি করেন যোগী। মঙ্গলবার যোগী সরকারের তরফ থেকে প্রতিটি খাবারের দোকানে জানিয়ে দেওয়া হয় , মালিকের নাম , ঠিকানা এবং ফোন নম্বার এবং দোকানে ক্যামেরা বসানোর কথা।