Congress: বিজেপির পর এবার চমক দিল কংগ্রেস, এই ৫ আসনে প্রার্থী দিল দল

লোকসভা ভোটকে ঘিরে উত্তপ্ত দেশের আবহাওয়া। আসন্ন ভোটকে পাখির চোখ কিরে রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। এ ব্যাপারে পিছিয়ে নেই কংগ্রেস (Congress)। আজ সোমবার হোলির আবহে ষষ্ঠ প্রার্থী তালিকা ঘোষণা করল দল।

Advertisements

এই তালিকা অনুযায়ী, রাজস্থানের আজমের থেকে রামচন্দ্র চৌধুরী, রাজসামাদ থেকে সুদর্শন রাওয়াত, রাজস্থানের ভিলওয়ারা থেকে ডা দামোদর গুরজার, কোটা থেকে প্রহ্লাদ গুঞ্জল এবং তামিলনাড়ুর তিরুনেলভেলি থেকে এডভোকেট সি রবার্ট ব্রুসকে প্রার্থী করেছে ‘হাত’ শিবির।

   

এর আগে গতকালই কংগ্রেস তাদের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। তালিকায় রাজস্থানের দুটি এবং মহারাষ্ট্রের একটি আসনের প্রার্থীও রয়েছে। এর আগে শনিবার কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে ৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কংগ্রেস রাজস্থানের নাগৌর আসনটি রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) জন্য ছেড়ে দিয়েছিল। এর আগে ২১ মার্চ কংগ্রেস তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, যেখানে ৫৭ জনের নাম অন্তর্ভুক্ত ছিল। কংগ্রেসের প্রথম তালিকায় ৩৯ জন এবং দ্বিতীয় তালিকায় ৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুনের মধ্যে সাত দফায় ৫৪৩টি লোকসভা আসনে নির্বাচন হবে। ভোট গণনা হবে ৪ জুন।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements