চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Elections) প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ৩৯ জনের তালিকায় বাঙালি প্রার্থীর সংখ্যা মাত্র একজন। কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) নাম নেই।
বৃহস্পতিবার প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ঠিক হয় শুক্রবার প্রথম দফার তালিকা ঘোষণা হবে। শোনা গিয়েছিল ৬০ জনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তা হয়নি। শুক্রবার সন্ধেয় ৩৯ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস।
প্রথম তালিকায় রাহুল গান্ধীর নাম রয়েছে। কেরলের ওয়ানড় থেকেই তিনি লড়বেন। এদিন কংগ্রেস আট রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আট রাজ্য হল- কেরল, তেলেঙ্গানা, ছত্তিশগড়, কর্নাটক, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা। এছাড়া লাক্ষাদ্বীপের প্রার্থীর নাম কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় রয়েছে।
কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গ নেই। তবে একজন বাঙালি প্রার্থী আছেন। তিনি উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরার বাঙালি। ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। তিনি ওই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি।
ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ওই কেন্দ্রে পদ্মের প্রার্থী বিপ্লব দেব। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ। পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের মধ্যেই রাজধানী আগরতলা। বাঙালি প্রধান এই লোকসভা কেন্দ্রে দুই বাঙালির লড়াই।