বিজেপিতে যাওয়ার মাশুল! ‘পলাতক’ নেতার খোঁজ দিলে ৫,১০০ টাকা দেবে কংগ্রেস

প্রাক্তন প্রার্থী দলবদল করতে পারে, এই আশঙ্কায় বিরাট পদক্ষেপ নিল কংগ্রেস। বর্তমানে দেশজুড়ে লোকসভা ভোট চলছে। আর এই ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে সমগ্র…

akshay বিজেপিতে যাওয়ার মাশুল! 'পলাতক' নেতার খোঁজ দিলে ৫,১০০ টাকা দেবে কংগ্রেস

প্রাক্তন প্রার্থী দলবদল করতে পারে, এই আশঙ্কায় বিরাট পদক্ষেপ নিল কংগ্রেস। বর্তমানে দেশজুড়ে লোকসভা ভোট চলছে। আর এই ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে সমগ্র দেশ। কিন্তু এসবের মাঝেই কংগ্রেস এমন এক পদক্ষেপ নিল যা দেখে ও শুনে সকলেই অবাক হয়ে গিয়েছেন।

ইন্দোর লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন প্রত্যাহার করে শেষ মুহূর্তে বিজেপিতে যোগ দেওয়া স্থানীয় ব্যবসায়ী অক্ষয়কান্তি বামের বিরুদ্ধে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগালো প্রদেশ কংগ্রেস। পোস্টারে দাবি করা হয়েছে যে ৪৬ বছর বয়সী অক্ষয়কান্তি বাম ১৭ বছরের পুরনো একটি খুনের চেষ্টার মামলায় পলাতক রয়েছে এবং কেউ তার সম্পর্কে তথ্য দিলে তাকে ৫,১০০ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

   

গত ১০ মে দায়রা আদালত এই মামলায় বাম ও তাঁর ৭৫ বছর বয়সী বাবা কান্তিলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বুধবার খাজরানা থানার ইনচার্জ সুজিত শ্রীবাস্তব জানিয়েছেন, দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। এদিকে কংগ্রেসের নগর কার্যনির্বাহী সভাপতি দেবেন্দ্র সিং যাদব বলেন, “কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা অক্ষয়কান্তি খুনের চেষ্টার ঘটনায় পলাতক। পুলিশকে গ্রেফতারে সহযোগিতা করতে আমরা শহরের বড় মোড়, তিন চাকার গাড়ি ও চার চাকার গাড়িতে পোস্টার লাগিয়েছি।”

তিনি বলেন, যদি কোনও কংগ্রেস কর্মী বা সাধারণ নাগরিক অক্ষয়কান্তি সম্পর্কে পুলিশকে তথ্য দেয়, তবে তাদের পক্ষ থেকে তাকে ৫,১০০ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। ২০০৭ সালে জমি নিয়ে বিবাদের জেরে স্থানীয় কৃষক ইউনুস প্যাটেলের উপর হামলার ঘটনায় অক্ষয়কান্তি ও তাঁর বাবার বিরুদ্ধে দায়ের করা এফআইআরে ২৪ এপ্রিল শহরের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (জেএমএফসি) ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা (খুনের চেষ্টা) অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।