নয়াদিল্লি: নির্বাচনী বিধি বদলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশন (ECI)-এর পরামর্শে এই পরিবর্তনগুলো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দায়বদ্ধতাকে ক্ষুণ্ণ করবে। দলের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সদস্য জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় জানান, আজ, মঙ্গলবার দলের তরফে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে৷ বিনা আলোচনায় ভোট বিধি বদল রুখতে হস্তক্ষেপ করুক শীর্ষ আদালত৷ (congress petition supreme court)
দেখা যাবে না ফুটেজ congress petition supreme court
কংগ্রেসের মতে, সংশোধনীগুলির মাধ্যমে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ উপকরণ, বিশেষ করে সিসিটিভি ফুটেজের মতো ইলেকট্রনিক রেকর্ডগুলির প্রতি জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে। এই ধরনের রেকর্ডগুলির উন্মুক্ততা ভোটিং প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এসব পরিবর্তন স্বচ্ছতার পক্ষে ক্ষতিকর হতে পারে।
কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে সিপিএম পলিটব্যুরোও৷ তাঁদের দাবি, কেন্দ্র ও কমিশনের এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি। রাজনৈতিক দল এবং নির্বাচনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না৷
১৯৬১ সালের নির্বাচন সংক্রান্ত বিধিতে পরিবর্তন
১৯৬১ সালের নির্বাচন সংক্রান্ত বিধিতে বেশ কিছু পরিবর্তন আনতে চলছে নরেন্দ্র মোদীর সরকার। সরকারি সূত্রের খবর, এই বিধি সংশোধনী হলে নির্বাচন সংক্রান্ত কোনও ইলেকট্রনিক নথি আর সাধারণ মানুষ দেখতে পারবেন না। যেমন বুথের ভিতরে সিসি ক্যামেরায় তোলা ভিডিও, ভোট শুরুর আগে ইভিএমের মক পোলের ভিডিয়ো ইত্যাদি।