BJP-তে যোগ দিলেন কংগ্রেসের চারবারের সাংসদ, রাজ্যে শোরগোল

লোকসভা ভোটের প্রাক্কালে জোরদার ধাক্কা খেল কংগ্রেস। এবার ‘হাত’ শিবির ছেড়ে বিজেপি (BJP)-তে যোগ দিলেন কংগ্রেস সাংসদ। পাতিয়ালার সাংসদ প্রণীত কৌর (Preneet Kaur) কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

Advertisements

লোকসভা নির্বাচনের মাঝপথে প্রণীত কৌরের বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেসের কাছে যে বড় ধাক্কা সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রণীত কৌর ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্ত্রী। তিনি পাঞ্জাবের ‘রাজকীয় আসন’ পাতিয়ালা থেকে চারবারের কংগ্রেস সাংসদ। এবার তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। প্রণীত কৌর গত ২৫ বছর ধরে পাতিয়ালা লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

   

আসন্ন লোকসভা নির্বাচনে পাতিয়ালা থেকে বিজেপির টিকিটে লড়বেন তিনি। একই সঙ্গে পাঞ্জাবের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকাও প্রকাশ করেছে আম আদমি পার্টি। বলবীর সিং পাতিয়ালা থেকে আপ প্রার্থী হবেন। এমন পরিস্থিতিতে বলবীরের মুখোমুখি হবেন প্রণীত কৌর।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements