Himachal Pradesh: পাহাড়ে বিরাট সঙ্কটে কংগ্রেস, এবার ইস্তফা দিলেন এই হেভিওয়েট

congress

লোকসভা ভোটের আগে নতুন করে কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল প্রদেশে (Himachal Pradesh) রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিংCongress (Vikramaditya Singh) ইস্তফা দিয়েছেন। তিনি সরকারের মন্ত্রী হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

বিক্রমাদিত্য সিং বলেন, ‘হিমাচলে সকলের অবদান নিয়ে কংগ্রেস সরকার গঠিত হয়েছে। সরকারের কাজকর্ম নিয়ে আমি কখনও কিছু বলিনি। আমার কাছে পোস্টটি গুরুত্বপূর্ণ নয়। মানুষের আস্থা আমার কাছে গুরুত্বপূর্ণ। বিধায়কদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। যার ফল আজ আমাদের সামনে। এই বিষয়টিও ধারাবাহিকভাবে দলীয় হাইকমান্ডের সামনে উত্থাপিত হয়েছে। যেভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেভাবে নেওয়া হয়নি। শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বলাই যথেষ্ট নয়। সেগুলোও সম্পন্ন করতে হবে। আমি আহত।”

   

তিনি বলেন, “আমি বরাবরই মুখ্যমন্ত্রীকে সম্মান করি। এক বছরে আমরা পূর্ণ শক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করেছি। আমি অপমানিত হয়েছি।” এদিকে আজ সকালেই হিমাচলের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়াকে তলব করেছেন। তিনি স্পিকারকে নিয়ম অনুযায়ী সভার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আজ সকাল সাড়ে ৯টায় রাজভবনে দেখা করেন কুলদীপ সিং পাঠানিয়া।

হিমাচলের রাজনীতি নিয়ে এখন আলোচনা একপ্রকার তুঙ্গে রয়েছে। ২০ জন কংগ্রেস বিধায়ক মুখ্যমন্ত্রী সুখুর উপর ক্ষুব্ধ বলে জানা গেছে। এই বিধায়করা সুখুকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চান।

 

 

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন