HomeBharatUP Election 2022 : কংগ্রেসের প্রিয়াঙ্কা যোগ দিলেন বিজেপিতে

UP Election 2022 : কংগ্রেসের প্রিয়াঙ্কা যোগ দিলেন বিজেপিতে

- Advertisement -

উত্তর প্রদেশে নির্বাচনের (UP Election 2022) আগে কংগ্রেসে (Congress) ভাঙন। এবার বিজেপিতে (BJP) যোগদান করলেন হাত শিবিরের ‘পোস্টার গার্ল’ প্রিয়াঙ্কা মৌর্য (Priyanka Maurya)।

উত্তর প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখ প্রিয়াঙ্কা মৌর্য। তাঁর ‘লড়কি হু, লড় সাকতি হু’ শ্লোগান এখনও কানে বাজে রাজনৈতিক মহলে। সেই প্রিয়াঙ্কাকেই এবার দলে টেনে দিল ভারতীয় জনতা পার্টি। বিজেপি জয়েনিং কমিটির প্রধান এবং প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর লক্ষ্মীকান্ত বাজপায়ীর উপস্থিতিতে তিনি শিবির বদলেছেন।

   

কিছু দিন আগেও গেল গেল রব উঠেছিল গেরুয়া শিবিরে। পদ্ম ছেড়ে নেতারা একে একে বেছে নিয়েছিলেন সমাজবাদী পার্টিকে। ভোটের আগে কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ অ্যান্ড কোম্পানি, মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। ড্যামেজ কন্ট্রোলে ভাজপার কাছেও রয়েছে কিছু মাস্টার-মাইন্ড।

স্বামী প্রসাদ মৌর্যদের নিষ্ক্রমণের পর উত্তর প্রদেশে ওবিসি ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিকল্প ভাবতে শুরু করেছিল বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। ওবিসি ছাড়াও মহিলা ভোট ব্যাংককেও পাখির চোখ করেছে তারা। জেলায় জেলায় পাঠানো হয়েছে মহিলা বিস্তারক। নারী কল্যাণে বিজেপি কতটা তৎপর সেটা বোঝাবেন দলের মহিলা কর্মীরা। প্রিয়াঙ্কার অন্তর্ভুক্ত মহিলার ভোটারদের প্রভাবিত করার অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উত্তর প্রদেশে প্রিয়াঙ্কার আলাদা ইমেজ রয়েছে। সেটা কাজে লাগিয়ে ভাজপা আগামী দিনে কতটা সুবিধা করে নিতে পারে এখন সেটাই দেখার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular