বিধানসভা ভোটের আগে দলবল নিয়ে BJP-তে যোগ দিলেন হেভিওয়েট

ফের একবার বড় ধাক্কা খেল কংগ্রেস। যদিও লোকসভা ভোট মিটতেই শক্তি বৃদ্ধি হল বিজেপি (BJP)-র। জল্পনা সত্যি করে হরিয়ানায় বিধানসভা ভোটের রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সিং…

bjp-leader-dies-in-protest-against-congress-governments-petrol-and-diesel-price-hik

ফের একবার বড় ধাক্কা খেল কংগ্রেস। যদিও লোকসভা ভোট মিটতেই শক্তি বৃদ্ধি হল বিজেপি (BJP)-র। জল্পনা সত্যি করে হরিয়ানায় বিধানসভা ভোটের রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির উপস্থিতিতে কংগ্রেস নেতা নিখিল মদন (Nikhil Madan) যোগ দিলেন বিজেপিতে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও। নিখিল মদন ছাড়া আরও অনেকে আজ বৃহস্পতিবার যোগ দিয়েছেন বিজেপিতে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন, “কংগ্রেস (Congress) নেতা নিখিল মদন এবং যাঁরা আজ তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সকলেই সোনিপতের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আজ আপনারা সকলে বিজেপির আদর্শ ও নীতিতে যোগ দিয়েছেন। আমরা সবাই মিলে এই অক্টোবরে হরিয়ানায় পুনরায় বিজেপি সরকার গঠন করব।”

   

নিখিল মদন যে বিজেপিতে যোগ দিতে পারেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি কংগ্রেস থেকে ইস্তফা দেন নিখিল মদন। এরপরই আজ বিজেপিতে যোগ দেন কংগ্রেস নেতা নিখিল মদন। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপি এই জন্য কংগ্রেসকে নিশানা করছে। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং রাজ্য সভাপতি মোহন লাল বারাউলিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিখিল মদনের কথা বললে তাঁকে কংগ্রেসের তরুণ নেতা বলা হত। এখন রাজনৈতিক জীবনের কথা বলতে গেলে ২০২০ সাল থেকে তাঁর রাজনৈতিক জীবন শুরু। তিনি মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপি প্রার্থীকে ১৩৮১৭ ভোটে পরাজিত করেন।