রোড-রেজের ঘটনায় এক বছরের কারাবাস কংংগ্রেস নেতা সিধুর

হল না শেষ রক্ষা, কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু আজ পাঞ্জাবের পাতিয়ালার একটি আদালতে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবারই ৩৪ বছর আগে একটি রোড-রেজের ঘটনায় সুপ্রিম কোর্ট তাঁর এক বছরের কারাদণ্ডের ঘোষণা করে। এর আগে তিনি স্বাস্থ্যগত কারণে আত্মসমর্পণের জন্য আরও কয়েক সপ্তাহ সময় চেয়েছিলেন।

   

সুপ্রিম কোর্টে নভজ্যোত সিধুর হয়ে সওয়াল করা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে বিচারপতি এএম খানউইলকর ভারতের প্রধান বিচারপতি এনভি রামানার কাছে যেতে বলেছিলেন। কিন্তু বিষয়টি প্রধান বিচারপতির সামনে উল্লেখ করা যায়নি বলে জানান সিধুর টিম।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া এই ক্রিকেটারকে এক বছরের ‘সশ্রম কারাদণ্ডের’ নির্দেশ দেয়। জানা গিয়েছে, এদিন সিধুকে চিমাই গাড়ি চালিয়ে সিধুকে নিয়ে আদালতে পৌঁছন। কিছু অনুগামী সকাল থেকেই তাঁর বাড়িতে ভিড় জমান। বৃহস্পতিবার রাতেই সিধুর পাতিয়ালার বাড়িতে যান তাঁর স্ত্রী নভজ্যোত কৌর। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন