নয়াদিল্লি: দশেরার পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) “আধুনিক রাবণের প্রতীক” বলে মন্তব্য করে তুমুল বিতর্কে জড়ালেন কংগ্রেস (Congress) নেতা উদিত রাজ (Udit Raj)। তিনি বলেন, “সঞ্জয় রাউত বলেছিলেন, খুব শীঘ্রই দিল্লির রাবণ জ্বলবে। প্রধানমন্ত্রী বেশিদিন টিকে থাকতে পারবেন না। তাঁর লঙ্কারও দহন হবে”।
শুধু তাই নয়, কংগ্রেস নেতা আরও বলেন, “প্রধানমন্ত্রী হলেন আধুনিক রাবণের প্রতীক। যেভাবে উনি নিজের স্বর্ণলঙ্কা বানাচ্ছেন, যেদিন তাঁর ভেতর প্রবেশ করবেন, দেখবেন লঙ্কা-দহন হয়ে গিয়েছে”। প্রধানমন্ত্রীকে নিয়ে এই মন্তব্য করায় কংগ্রেস নেতার বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছে বিজেপি। বিজেপি (BJP) নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, “গতকাল তেলেঙ্গানার কংগ্রেস বিধায়ক প্রভু রাম এবং নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অপমান করছিলেন। আর আজ ফের কংগ্রেস নেতা উদিত রাজ সীমা লঙ্ঘন করলেন।”
এক্সের (X) এই পোস্টের সঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও লেখেন, “ভালোবাসার দোকান আর ঘৃণার ভাইজান”। পাশাপাশি, কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভন্ডারি। উদিত রাজের (Udit Raj) মন্তব্যের পেছনে রাহুল গান্ধীর (Rahul Gandhi) হাত আছে বলে তোপ দাগেন তিনি।
এক্সের পোস্টে ভান্ডারী লেখেন, “উদিত রাজকে প্রতিদিন সকালে উঠে ভারত এবং নরেন্দ্র মোদীকে অপমান করার নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। আজ সকালে ঘুম থেকে উঠেই উদিত রাজ আশা করেছেন, প্রধানমন্ত্রীর বাসভবন পুড়ে যাক এবং সেটিকে রাবণের সঙ্গে তুলনা করেছেন”।
“মোদী-সরকারের বিদেশনীতি ব্যর্থ”, বলে কটাক্ষ করেন উদিত রাজ
এদিন বিজেপির (BJP) বিদেশ নীতিরও নিন্দা করেন কংগ্রেস নেতা উদিত রাজ (Udit Raj)। আগামী সপ্তাহে তালিবান মন্ত্রীর ভারতে আসার কথা আছে। যার জেরে ভারতের বৈদেশিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন কংগ্রেস নেতা।
এদিন তিনি বলেন, “যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঢাকঢোল পিটিয়ে বিশ্বমঞ্চে নিজেদের সাফল্য তুলে ধরে, তখনই ব্যর্থ হয়। চিন-আমেরিকার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক দেখানর চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু আদপে হয়েছে ঠিক তার উল্টো। আফগানিস্তান আমাদের প্রতিবেশী। দেখা যাক এবার কি হয়?”