Muslim Vote Issue: মুসলিম ভোট নিয়ে চরমে কংগ্রেসের কোন্দল

মুসলিম তোষণ (Muslim Vote Issue) করতে ইস্তেহার করেছে কংগ্রেস। বারবার এমনই দাবি করে বিজেপি। ভোটের প্রচারে এ নিয়ে সুর চড়িয়েছেন খোদ নরেন্দ্র মোদী। সেই মুসলিম…

congress muslim

short-samachar

মুসলিম তোষণ (Muslim Vote Issue) করতে ইস্তেহার করেছে কংগ্রেস। বারবার এমনই দাবি করে বিজেপি। ভোটের প্রচারে এ নিয়ে সুর চড়িয়েছেন খোদ নরেন্দ্র মোদী। সেই মুসলিম ভোট নিয়েই এবার কংগ্রেসের অন্দেরই শুরু কোন্দল।

   

ভোটের মুখে দলের দায়িত্ব ছেড়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা। সভপতি মল্লিকার্জুন খাড়গের কাছে নিজের অসন্তোষ প্রকাশ করে চিঠিও দিয়েছেন। এই কংগ্রেস নেতাও মুসলিম। নাম- মহম্মদ আরিফ নাসিম খান। ৬০ বছরের এই কংগ্রেস নেতা মহারাষ্ট্রের মন্ত্রী ছিলেন। চব্বিশের লোকসভা ভোটে ওই রাজ্যে দলের প্রচারের দায়িত্ব ছিল তাঁর কাঁধে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়েছেন নাসিম। তাঁর অভিযোগ, কংগ্রেস মুসলিম ভোটের উপর ভরসা করে নির্বাচনে জিততে চায়। কিন্তু মুসলিম প্রার্থী দিতে চায় না। মহারাষ্ট্রে ৪৮ লোকসভা আসনের কোথাও মুসলিম প্রার্থী দেয়নি অবিজেপি জোট। এ নিয়েই ক্ষুব্ধ নাসিম খান। তাঁর কথায়, ‘কংগ্রেস মুসলিম ভোট চায়, কিন্তু মুসলিমদের প্রার্থী করতে চায় না।’

বিষয়টি নিয়ে কংগ্রেসের নিচতলায় ক্ষোভ রয়েছে বলে দাবি করেছেন নাসিম খান। তিনি বলেছেন, কংগ্রেস কেন সংখ্যালঘুদের উপরে অবিচার করছে। প্রচারে গিয়ে বারবার আই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। নীতি থেকে সরে গিয়েছে কংগ্রেস। সব ধরনের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার সুযোগ দিচ্ছে না।