Congress: বিরোধী জোটে ইন্দ্রপতন, প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি

প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ommen Chandy) ওমেন চান্ডি। দীর্ঘ অসুস্থতার পরে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার সকালে তার পুত্র সোশ্যাল মিডিয়া পোস্টে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি বেঙ্গালুরুতে মারা গেছেন।

oommen-chandy

প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ommen Chandy) ওমেন চান্ডি। দীর্ঘ অসুস্থতার পরে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার সকালে তার পুত্র সোশ্যাল মিডিয়া পোস্টে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি বেঙ্গালুরুতে মারা গেছেন। তিনি লিখেছেন -আপ্পা মারা গেছেন।

৭৯ বছর বয়সী ওমেন চান্ডি গত কয়েক মাস ধরে কর্ণাটকের রাজধানীতে চিকিৎসাধী ছিলেন। তিনি  ২০০৪-২০০৬ এবং ২০১১-২০১৬ মধ্যে দুবার কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে মঙ্গলবার বেঙ্গালুরতে বিরোধী জোটের বৈঠক। কংগ্রেস শাসিত কর্নাটকে পোঁছে গেছে জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতা ও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অ-বিজেপি জোটের এই বৈঠকের আগে কংগ্রেস নেতা চাল্ডির জীবনাবসান বড়ধাক্কা বলে মনে করা হচ্ছে।

   

কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ টুইটারে লিখেছেন, “যে রাজা ‘প্রেমের’ শক্তিতে বিশ্বকে বিজয়ী করেছিলেন তার কাহিনি তার মর্মান্তিক সমাপ্তি খুঁজে পেয়েছে। আজ, একজন কিংবদন্তি ওমেন চান্ডিকে হারিয়ে আমি গভীরভাবে শোকাহত। তিনি অগণিত ব্যক্তির জীবন এবং তার উত্তরাধিকারকে স্পর্শ করেছিলেন। চিরকাল আমাদের আত্মার মধ্যে অনুরণিত হবে RIP!”

Advertisements

যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি টুইটারে গিয়ে বলেছেন, “কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের বরিষ্ঠ নেতা শ্রী ওমেন চান্ডির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন দূরদর্শী, একজন রাষ্ট্রনায়ক এবং জনগণের নম্র সেবক ছিলেন। তাঁর উত্তরাধিকার। লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তার পরিবার ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News