নয়াদিল্লি: বিহারের ভোটার অধিকার যাত্রার শেষ দিনে কংগ্রেস-বিজেপি ঘাত-প্রত্যাঘাতের ধারা নতুন উচ্চতায় পৌঁছল। “ভোট চুরি”র প্রতিবাদে রাহুল গান্ধীর “হাইড্রোজেন বোমা” বন্তব্য কংগ্রেস-বিজেপি দ্বন্দের আগুনে ঘি ঢালল। রাহুলের (Rahul Gandhi) মন্তব্যের বিরুদ্ধে পাল্টা তোপ দাগল বিজেপি। হাইড্রোজেন বোমা মন্তব্যে নিজের পাশাপাশি ভারতের ভোটারদেরও অসম্মান করলেন রাহুল বলে কটাক্ষ করল বিজেপি (BJP)।
সেইসঙ্গে ভিড় বাড়াতে উত্তরপ্রদেশের দেউরিয়া থেকে “লোক ভাড়া” করে এনেছে রাহুল বলেও দাবি তাদের। প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, “লোকসভার ভেতরে বা বাইরে আমি যখনই রাহুল গান্ধীর বক্তব্য শুনি, উনি আসলে কি বলার চেষ্টা করছেন এটা বুঝতেই সময় লেগে যায়।” নির্বাচনের সঙ্গে অ্যাটম বোম বা হাইড্রোজেন বোমার “কি সম্পর্ক” বলে প্রশ্ন তির্যক প্রশ্ন ছোঁড়েন তিনি।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় পাটনার গান্ধী ময়দানে শেষ হতে চলা ভোটার অধিকার যাত্রা থেকে বিজেপির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ মন্তব্য ছুঁড়ে দেন লোকসভার প্রধান বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে রাহুল বলেন, “এমনকি আমেরিকা, চিনেও মানুষ ভোট চোর, গদি ছোড় স্লোগান তুলেছেন।” তাঁর হুঙ্কার, “বিজেপির (BJP) লোকেরা কান খুলে শুনে রাখুন, এর আগে ভোট চুরি করে আপনারা অ্যাটম বোম দেখেছেন, এবার হাইড্রোজেন বোমা দেখবেন!”
রাহুলের উক্তি, “যারা মহত্মা গান্ধীর হত্যা করেছে, এখন সেই শক্তিই দেশের সংবিধানের হত্যা করতে মরিয়া! যাই হয়ে জাক না কেন, আমরা সংবিধানের (Constitution) হত্যা করতে দেব না। বিহার বিপ্লবের রাজ্য। সমগ্র দেশের কাছে বিহার বার্তা দিয়ে দিয়েছে, যে আমরা কোনভাবেই ভোট চুরি হতে দেব না”। রাহুলের মন্তব্যকে কার্যত হাসির খোরাকে পরিণত করেছে বিজেপি।