Eid: চলেছে কাঁদানে গ্যাস, ঈদে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত যোধপুর, জাহাঙ্গীরপুরী থমথমে

রাত থেকেই দফায় দফায় সংঘর্ষে তীব্র উত্তেজনা রাজস্থানে। যোধপুর শহরে চলেছে গোষ্ঠি সংঘর্ষ। ঈদের (Eid) দিন সকালে পরিস্থিতি আরও থমথমে। রাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজিত…

রাত থেকেই দফায় দফায় সংঘর্ষে তীব্র উত্তেজনা রাজস্থানে। যোধপুর শহরে চলেছে গোষ্ঠি সংঘর্ষ। ঈদের (Eid) দিন সকালে পরিস্থিতি আরও থমথমে। রাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজিত জনতা পাথর ছোড়ে। চার পুলিশকর্মী গুরুতর জখম। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়।

যোধপুর প্রশাসন জানিয়েছে, সংঘর্ষের সূত্রপাত জালোরি গেটের কাছে পতাকা তোলা নিয়ে। সেখানে তিনদিনে পরশুরাম জয়ন্তী উৎসব শুরু হয়েছে। অভিযোগ, জালোরি গেটের কাছে ধর্নীয় স্বস্তিকা চিহ্ন আঁকা পতাকা তোলা নিয়ে সংঘর্ষ ছড়ায়। শুরু হয় হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদান গ্যাসের শেল ফাটায়। মঙ্গলবার সকালেও গরম পরিস্থিতি।

   

ঈদের দিন অশান্তি পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। আর কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। যোধপুর রীতিমতো উত্তপ্ত।

Advertisements

এদিকে নয়াদিল্লির জাহাঙ্গীরপুরীতে সংখ্যালঘু বসতি উচ্ছেদ ঘিরে বিতর্কের পর ঈদের দিন সকালে থমথমে পরিস্থিতি। হনুমান জয়ন্তী ঘিরে গোষ্ঠী সংঘর্ষের পর সেখানে উচ্ছেদ অভিযান চালানো নিয়ে আইনি বিতর্কে জড়ায় বিজেপি। ঘচনাস্খলে গিয়ে উচ্ছেদ আটকে দেন সিপিআইএম শীর্ষ নেত্রী বৃন্দা কারাত।

অশান্তির খবর এসেছে জম্মু থেকে। অনন্তনাগে ধর্মীয় অনুষ্ঠান থেকে ‘আজাদ কাশ্মীর’ দাবিতে স্লোগান শুরু হয়। এর পর আক্রমণ হয় পুলিশের উপর। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। মোতায়েন বিশাল পুলিশবাহিনী।  

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News