রাহুল গান্ধীর নামে অভিযোগ দায়ের— রাজনৈতিক মহলে চাঞ্চল্য!

নয়াদিল্লি: বিহারে ভোটের আবহে বিতর্কিত মন্তব্য করে সমস্যায় পরলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার বিহারের মুজফ্ফরপুর ও দ্বারভাঙ্গা জেলার জনসভায় প্রধানমন্ত্রীর নামে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার বিহারের মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) কাছে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি (BJP)।

Advertisements

অভিযোগে বলা হয়েছে, “প্রধানমন্ত্রীকে নিয়ে করা রাহুলের মন্তব্য অত্যন্ত কুরুচিকর, অশালীন ও ব্যক্তিগর আক্রমণ”। বিজেপির ওই অভিযোগে বলা হয়, রাহুলের মন্তব্য প্রধানমন্ত্রীকে শুধুমাত্র ঘোরতর অপমানই নয়, বরং গণতান্ত্রিক নিয়মের সব সীমা অতিক্রম করে গিয়েছে। রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে কমিশনকে দ্রুত এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে বিজেপি।

   

শুধু তাই নয়, ভোটের আবহে রাহুলকে জনসভা করা থেকেও বিরত রাখার দাবী জানানো হয়েছে। বিজেপি দাবী করে, “কংগ্রেস সাংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশন শো-কজ নোটিশ জারি করুক এবং তাঁকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলা হোক। সেইসঙ্গে গণতান্ত্রিক এবং নির্বাচনী শালীনতা বজায় রাখতে নির্ধারিত সময়ে তাঁর জনসভা করা বন্ধ করা হোক। এর মাধ্যমে নির্বাচন কমিশনের মুক্ত, স্বচ্ছ এবং শালীনতার সঙ্গে নির্বাচন করানো সফল হবে”।

“ভোটের জন্য নাচতেও পারেন মোদী!”

Advertisements

প্রসঙ্গত, দীর্ঘ দু-মাস পর নির্বাচনী প্রচারে বুধবার বিহারের ময়দানে নামেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার দ্বারভাঙ্গা এবং মুজফ্ফরপুর আরজেডি ও কংগ্রেস প্রার্থীর হয়ে তেজস্বীর সঙ্গে যুগ্ম জনসভা করেন তিনি। মুজফ্ফরপুরের সভা থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করে তুমুল রাজনৈতিক বিতর্কে জড়ান রাহুল।

তিনি বলেন, “ভোট পাওয়ার জন্য নরেন্দ্র মোদী (Narendra Modi) এতটাই মরিয়া যে, জনতা চাইলে উনি মঞ্চে নাচতেও পারেন”। রাহুলের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই আক্রমণের সুর চড়িয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পাল্টা আক্রমণ করে বলেন, “গান্ধী পরিবারেরই নাচ করার অভ্যাস আছে”। বিহারের দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধান বলেন, “রাহুল গান্ধী সব সীমা অতিক্রম করে গিয়েছেন”।