নয়া দিল্লি: অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে সেনায় কর্মরত অজয় কুমারের মৃত্যুর পর ক্ষতিপূরণ বিতর্ক অব্যহত। চলতি সপ্তাহের শুরুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগ্নিবীর শহিদ অজয় কুমারের মৃত্যুর পর ক্ষতিপূরণ নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। অভিযোগ করেছিলেন যে, ওই জওয়ান অগ্নিবীর প্রকল্পে সেনায় চাকরি পেয়েছিলেন বলে ক্ষতিপূরণ পাননি। শহিদ অজয়ের বাবার অভিযোগও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেুন। যার পাল্টা ভারতীয় সেনা দাবি করেছিল, ইতিমধ্যেই শহিদের পরিবারকে ৯৮ লাখ দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে মোট ১.৬৫ কোটি টাকার ক্ষতিপূরণের বাকি অংশও পেয়ে যাবেন তাঁরা। সেনার এই দাবি মানতে নারাজ লোকসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি ক্ষতিপূরণ ও বীমার মধ্যে পার্থক্য রয়েছে।
কী বলেছেন রাহুল গান্ধী?
বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দাবি করেছিলেন যে, ভারতীয় সেনার তরফে শহিদ জওয়ান অজয় কুমারের পরিবারকে এক কোটি টাকা দেওয়া হয়েছে। তবে রাজনাথের সেই যুক্তি নস্যাৎ করেছেন শহিদ জওয়ানের বাবা চরণজিৎ সিং। তাঁর দাবি অনুযায়ী, মোট ৯৮ লক্ষ টাকা পেয়েছেন তিনি। যার মধ্যে সেনাবাহিনীর বীমা খাত থেকে পেয়েছেন ৪৮ লক্ষ টাকা। বাকি পঞ্চাশ লক্ষ টাকা বিমার অর্থ হিসেবে একটি বেসরকারি ব্যাঙ্ক দিয়েছে। কিন্তু সেনার পক্ষ থেকে আলাদা করে এক কোটি টাকা দিয়েছে বলে রাজনাথ যে দাবি করেছেন তা অসত্য।
সাবধান, রেলের এই সম্পত্তি হারালেই তুলকালাম, যেকোনও সময় হতে পারে যাত্রীর ব্যাগ পরীক্ষা
এরপরই নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিকেছেন যে, ‘এখনও পর্যন্ত সরকার থেকে কোনও ক্ষতিপূরণ পাননি শহিদ অগ্নিবীর অজয় কুমারজির পরিবার। ক্ষতিপূরণ এবং বীমার মধ্যে পার্থক্য রয়েছে, শহিদ পরিবারকে শুধুমাত্র বীমা কোম্পানি টাকা দিয়েছে। শহিদের পরিবারের সরকারের কাছ থেকে যে সহায়তা পাওয়া উচিত ছিল তা পায়নি। দেশের জন্য জীবন উৎসর্গ করা প্রত্যেক শহিদের পরিবারকে সম্মান করা উচিত কিন্তু মোদী সরকার তাদের সঙ্গে বৈষম্য করছে। সরকার যাই বলুক, এটা জাতীয় নিরাপত্তার বিষয় এবং আমি এটা উত্থাপন করতেই থাকব। ইন্ডিয়া সেনাবাহিনীকে কখনও দুর্বল হতে দেবে না।’
शहीद अग्निवीर अजय कुमार जी के परिवार को आज तक सरकार की ओर से कोई Compensation नहीं मिला है।
‘Compensation’ और ‘Insurance’ में फर्क होता है, शहीद के परिवार को सिर्फ बीमा कंपनी की ओर से भुगतान किया गया है।
सरकार की ओर से जो सहायता शहीद अजय कुमार के परिवार को मिलनी चाहिए थी वो… pic.twitter.com/FG99h72rhX
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2024
একটি ভিডিওতে, শহিদ অগ্নিবীর অজয় কিমারের বাবাকে বলতে শোনা যাচ্ছে, তাঁর পরিবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও টাকা পায়নি। তাঁরা সুবিধা এবং পেনশন দাবি করেছে। এছাড়াও একটি ক্যান্টিন কার্ড সরকারের থেকে দাবি করেছেন তিনি। কংগ্রেস গত বৃহস্পতিবারই ২০২২ সালে চালু হওয়া স্বল্পকালীন মেয়াদে অগ্নিপথ প্রকল্পে সেনার নিয়োগ নিয়ে কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছে।